Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভুয়া বিবৃতি’ প্রকাশের অভিযোগ মির্জা ফখরুলের

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কানাডার আদালতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের স্বাক্ষর জাল করে ‘ভুয়া বিবৃতি’ প্রকাশের অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার নিজের স্বাক্ষরে গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কে বা কারা আমার নামে কানাডার আদালত কর্তৃক রায় সম্পর্কিত বিষয় নিয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-এর ভুয়া, বানোয়াট ও ভিত্তিহীন বিবৃতি পোস্ট করেছে। আমার ভাবমর্যাদাকে বিনষ্ট করার জন্যই কোন চক্র এই ধরনের জালিয়াতির আশ্রয় নিয়েছে।
বিবৃতিতে আমার যে বক্তব্য দেয়া হয়েছে, তা সম্পূর্ণরূপে অসত্য ও মিথ্যাচার। মিথ্যা বিবৃতির সাথে জড়িত জালিয়াত চক্রকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।
এদিকে সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ভুয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বিএনপির প্যাড ব্যবহার করে মহাসচিবের সই নকল করে একটি বিবৃতি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কানাডার আদালত বাকশালী আচরণ শুরু করেছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”
এই বিবৃতি বোগাস, এটি সর্ব্যৈব মিথ্যাই নয়, জালিয়াতি। এটা একেবারে ফরজেনিক জালিয়াত কাজ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জনমনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য আমার মনে হয়, নিশ্চয়ই সরকার এবং সরকারের বিভিন্ন সংস্থা এর সঙ্গে জড়িত রয়েছে। এ বিষয়ে ‘আইন-শৃঙ্খলা বাহিনী’কে পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানান রিজভী।
রিজভী বলেন, আমি পড়ে শুনাচ্ছি- ওই বিবৃতিতে বলা হয়েছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কানাডার আদালত বিএনপির সাথে বাকশালী আচরণ শুরু করেছে। এটা কোনো মতে বরদাশত করা হবে না। এই রায় অস্পষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত ও কানাডার আদালত বিএনপিকে হেয় করার জন্য এই রায় দিয়েছে।
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘কিছুদিন আগেও তারা পদ্মাসেতুতে কোনো দুর্নীতি হয়নি বলে রায় দিয়েছে। এই রায় প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সরকারকে শক্তিশালী করেছে। পক্ষান্তরে সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক ইউনুসকে জাতির সামনে হেয় করা হয়েছে।
আজকে এই রায়ের মাধ্যমে বিএনপির চরিত্রে কালিমা লেপন করা হয়েছে। আমি পরিস্কার বলতে চাই, বিএনপি সন্ত্রাসবাদী রাজনীতি থেকে বেরিয়ে এসেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কানাডিয়ান আদালত আবার এরকম আচরণ করলে সারা বিশ্বের ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।”
গণমাধ্যম এই ভুয়া বিবৃতিটি আমলে না নেয়ায় তাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন রিজভী।



 

Show all comments
  • Nur- Muhammad ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৪৯ এএম says : 0
    আপনার প্রকৃত মতামত জাতীর কাছে তুলে ধরুন। ৫ ই জানুয়ারীর নির্বাচন নিয়ে পৃথিবীর সবদেশ (ভারত ছাড়া) যখন প্রতিবাদ করল, ক্ষমতাসীনরা তখন বলল, বিদেশীরা কে কি বলল তা আমাদের যায় আসে না। আজ কানাডার এক সংবাদে তারা হঠ্র হাসি হাসছে। এই হটকারীতার জন্য জনগণ যা বুজার তা বুজছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ