Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ৫ জনের অস্বাভাবিক মৃত্যু

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক ঘটনায় ৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ দু’জন, ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক, গুলশানে লেক থেকে অজ্ঞাত লাশ এবং উত্তরার একটি সড়ক থেকে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশগুলো ঢাকা মেডিক্যাল মর্গে পাঠায়।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে প্রাইভেটকারের ধাক্কায় আবু তাহের মুন্সি (৮০) নামের এক বৃদ্ধ নিহত হন। নিহত আবু তাহের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি উত্তরার ৩ নম্বর সেক্টর ২ নম্বর রোডের ২০/এ- নং বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নিহতের নাতি আতিকুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তার নানা তাহের মুন্সী। বাসার সামনেই রাস্তা পারাপারকালে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় তিনি মারা যান।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, গতকাল ভোরে উত্তরা পশ্চিম থানার বিজিবি মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হন মোশারফ হোসেন (২৮) নামে এক যুবক। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। মোশারফ আব্দুল্লাহপুর টু মাওয়া রুটের প্রচেষ্টা পরিবহনের বাসে হেলপারের কাজ করতেন এবং গাড়িতেই থাকতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার ইট খোলা রোডে। পিতার নাম আ. হামিদ।
এদিকে গতকাল দুপুরে ধানমন্ডি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২২) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহতের সহকর্মীরা জানান, ধানমন্ডির ৭/এ রোডের একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলো সাইফুল। গতকাল দুপুরের খাবারের পর ওই ভবনে পানি তোলার জন্য মোটরের সুইচ চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় তার। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার কদমশহর। বাবার নাম সাদা মিয়া।
এছাড়া সকাল ১০টার দিকে গুলশান-১ নম্বরের লেক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও নীল গেঞ্জি। গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গুলশান-১ এর ২/এ রোডের ১৩৫ নম্বর বাসার পেছনের লেকে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরের চামড়া অনেকাংশ উঠে গেছে। ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ।
অপরদিকে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরের ৮নং রোডের ৪০নং বাসার সামনে থেকে ফিরোজ শাহ (৩১) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ নওগাঁর পোরশা উপজেলার সমনগর গ্রামের আইয়ুব শাহের পুত্র। তিনি ওই বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন। তার মৃত্যুর কারণ রহস্যজনক। সবগুলো ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ