Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বাড়বে-বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জ্বালানী গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বাড়বে। জনগণের মতামত ছাড়াই গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। দেড় বছরের ব্যবধানে সরকার গ্যাসের মূল্য ৬০ শতাংশ বৃদ্ধি করে জনগণের উপর জুলুম করছে। নেতৃবৃন্দ গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন।
খেলাফত মজলিস
দেড় বছরের ব্যবধানে আবারো সরকার কর্তৃক গ্যাসের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর জুলুম-শোষণ চালিয়ে যাচ্ছে। দেড় বছরের ব্যবধানে ৬০ শতাংশ পর্যন্ত জ্বালানী গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের উপর সরকারের চরম জুলুমের সর্বশেষ বহিঃপ্রকাশ। আবাসিক ক্ষেত্রে এক চুলার গ্যাসের দাম ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৯০০ টাকা এবং ডাবল চুলার গ্যাসের দাম ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০ টাকা করা হয়েছে। সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া সরকারের এই মূল্যবৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা-এর শামিল। আবাসিক, বিদ্যুৎ, সিএনজি, শিল্পখাতসহ সকল ক্ষেত্রে নতুন করে জ্বালানী গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। তা না হলে দেশবাসী সরকারের এ গণবিরাধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।
ইসলামী ঐক্য আন্দোলন
ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ গ্যাসের দাম বাড়ানোর ঘটনার নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, জনগণের মতামত ছাড়া গ্যাসের দাম বাড়ানো অযৌক্তিক। সাধারণ জনগণ যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে সংসার চালাতে হিমশিম খাচ্ছে, তখন নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা। নেতৃবৃন্দ আরও বলেন, সরকার সরকারী কর্মচারীদের বেতন বাড়াচ্ছে অথচ মধ্যম আয় ও নিম্ন আয়ের মানুষদের উপর শোষণ চালাচ্ছে। তারা বলেন, আবাসিক, বিদ্যুৎ, সিএনজি, শিল্পখাতসহ সকল ক্ষেত্রে নতুন করে জ্বালানী গ্যাসের মূল্য বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। বিবৃতিতে স্বাক্ষর করেছেন, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মাদ ঈসা শাহেদী, নায়েবে আমির প্রিন্সিপাল মুহাম্মদ শওকাত হোসেন, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন।
বাতিল প্রতিরোধ পরিষদ
বাতিল প্রতিরোধ পরিষদের সভাপতি হাজী জালাল উদ্দিন বকুল এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক বাজারে যেখানে জ্বালানী তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে সেখানে বাংলাদেশের নিজস্ব জ্বালানী- গ্যাসের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। লুটপাট আর কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণের জন্যে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত জনগণ কোনভাবেই মেনে নেবে না। তিনি অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ