Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে তিনজন নিহত

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা বিলে শুক্রবার বিকালে পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। নিহতরা হলোÑ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রামের মৃত জোহর উদ্দিনের ছেলে এন্তাজ আলী (৬৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫) ও রশিদ আলীর ছেলে হাসিম আলী (৬২)। হতাহতের সংখ্যা আরো সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি গ্রাম থেকে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় দেড়শ মানুষ দুইটি বাসযোগে সদর উপজেলার দৃষ্টিনন্দন বাবু ডাইং পিকনিক স্পটে যান। পিকনিক শেষে বাড়ি ফেরার পথে বিকেল সাড়ে ৪টার দিকে দুইটি বাসের মধ্যে এসপি এন্টারপ্রাইজ (যশোর-ব-১৩৬) নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাডাঙ্গা বিলে পড়ে যায়। ঘটনার পর পরই স্থানীয় জনতা উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত সাড়ে ৭টা পর্যন্ত সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে মোবারক হোসেন (৪৫), মানিরুল ইসলাম (৫০), মঞ্জুর আলী (৪০), আব্দুল মালেক (৫০), মনিরুল ইলাম (৪০), কবির আলী (৪০), ওমর ফারুক ( ৪২), তাইজুল ইসলাম (৬৫), আব্দুল মতিন (৬৭) ও মোয়াজ্জেম হোসেন (৬০) নামের ১১ জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের লাশগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের আহাজারীতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বাসটিকে পাড়ে না তোলা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।
ঘটনাস্থলে থাকা চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ