পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার, সাভার : গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যাকাÐের ঘটনায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল কাদের খানকে গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান।
শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। সে সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও। আইনের বাইরে কেউ নয়। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।
এর আগে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রতিটি ক্যাডেট যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে আর কেউ জঙ্গিবাদের দিকে ঝুকবে না। দেশের আর্থসামাজিক উন্নয়নে ক্যাডেটরাই ভূমিকা পালন করবে। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও বিএনসিসির প্রাক্তণ ক্যাডেটরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।