Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেবিরোধী দলের মামলা দুই বছর স্থগিত করুন -বি. চৌধুরী

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেবিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া মামলা দুই বছরের জন্য স্থগিত করার দাবি জানিয়েছেন। এ ছাড়া তিনি নির্বাচনের ছয় মাস আগে থেকেই স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের কাছে ন্যাস্ত করার দাবি জানান। গতকাল শুত্রবার বিকল্পধারার কুড়িল বিশ^রোডের কেন্দ্রীয় কার্যালয়ে “ভাষা শহীদদের স্বপ্ন ও গণতন্ত্রের পথে গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
বি.চৌধুরী বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসেবে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্নে বাংলাদেশের ছাত্র, যুবক ও সাধারণ মানুষ গড়ে তোলে ২১ ফেব্রæয়ারির আন্দোলন। সেই ভাষা ও গণতন্ত্রের আন্দোলনের পথ বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বি.চৌধুরী বলেন, সরকারের কাছে আমার অনুরোধ এবং দাবি, আপনারা বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া যেসব মামলা ৮ বছরেও ফয়সালা করতে পারেন নাই, সেগুলো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে স্থগিত করুন, আগামী দুই বছরের জন্য। দুই বছর পরে প্রয়োজন হলে মামলাগুলো সচল করুন, যদি সেগুলো যুক্তিযুক্ত থাকে। তিনি বলেন, নির্বাচনের ছয় মাস আগে থেকেই স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্বাচন কমিশনের কাছে একশত ভাগ ন্যাস্ত করুন, যাতে তারা একটি ন্যায়সংগত নিরপেক্ষতার আবহের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করতে পারে। তিনি বলেন, গণতন্ত্র আজ অবহেলিত ও উপেক্ষিত। এই উপেক্ষিত গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতেই হবে। সুতরাং আজকের গণতন্ত্রের আন্দোলনের প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের অবদান থাকবে অপরিসীম। সেখান থেকে আমরা প্রেরণা গ্রহণ করবো এবং সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচনের মাধ্যমে আমরা সত্যিকারের দেশপ্রেমের পরিচয় দিতে পারি। সভাপতি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য প্রয়োজন সমস্ত দলের অংশগ্রহণ এবং ক্ষমতাশীনদের অন্যায় ও বল প্রয়োগ থেকে সম্পূর্ণমুক্ত একটি নির্বাচনী পরিবেশ।
বিকল্প যুবধারার সভাপতি ওবায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিকল্পধারার কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, ওয়াসিমুল ইসলাম, মঞ্জুর রাশেদ, যুবধারার সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী চৌধুরী পারভেজ, যুবধারার সাধারণ সম্পাদক অধ্যাপক অসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ