Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন-শফিউল আলম প্রধান

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, অনির্বাচিত অবৈধ সরকার সম্পূর্ণ অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়াচ্ছে এটা গণবিরোধী। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, ভোটের মত জনগণের পেটে লাথি মারার চেষ্টা করবেন না। এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন। অন্যথায় জনগণ ক্ষমতার লাইন কেটে দেবে।
পিলখানায় নির্মম সেনা হত্যার প্রতিবাদে জাগপার ৩ দিনের কর্মসূচির ২য় দিন গতকাল শুক্রবার বিকালে আসাদ গেট জিইউপি মিলনায়তনে সৈনিকদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল পূর্ব সমাবেশে তিনি কথা বলেন।
ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ফেব্রæয়ারি শুধু ভাষা শহীদদের মাস নয় নির্মম সেনা হত্যারও মাস। ৫৭ জন চৌকস সেনা অফিসারসহ পিলখানায় নির্মম সেনা হত্যাকে জাতীয় বিশ্বাস ঘাতকতা বলে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধেও এত অফিসার প্রাণ হারায় নাই। স্বাধীনতা অর্জন ও রক্ষার অতন্দ্র প্রহরী বিডিআর (বাংলাদেশ রাইফেলস) এর নাম নিশানা পর্যন্ত মুছে ফেলা হয়েছে। পেয়ারে হিন্দুস্থানের দায় শোধ করতে যেয়ে যাদের চক্রান্তে এই সেনা হত্যা চালানো হয়েছে, ইতিহাসে তাদের ক্ষমা নাই। প্রতি ফোঁটা রক্তের জবাব ইনশাআল্লাহ দেশবাসী নিবে।
তিনি বলেন, কানাডা ফেডারেল কোর্টের কথিত রায় দেখিয়ে ফায়দা হবে না। আমরা পেয়ারে হিন্দুস্থানের দয়ায় ও হাত ধরে ক্ষমতায় আসি নাই। সন্ত্রাসী কারা তাবৎ দেশবাসী তা জানে। স্বাধীনতার পর পর ৭২ থেকে ৭৫ এ ৩০ হাজার দেশপ্রেমিক ও মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। বন্দুকের নলের মুখে একদলীয় বাকশাল কায়েম করা হয়। গত ৯ বছরে ফাঁসি, গুম-খুন ও গুলি করে হাজার হাজার মানুষকে হত্যা করা হল। লীগ ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ সারাদেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করা হয়েছে। সুতরাং দাগী-সন্ত্রাসী জঙ্গিদের সাকিন ঠিকানা কি দেশবাসী তা জানে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপারসহ সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, যুব সম্পাদক বেলায়েত হোসেন মোড়ল, যুব জাগপার সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিনসহ সভাপতি মাহিদুর রহমান বাবলা, যুগ্ম সম্পাদক ইব্রাহিম জুয়েল যুবনেতা সিরাজুল ইসলাম, ইসহাক মীর, হামিম, জাগপা ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান, যুগ্ম সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, মিনহাজ প্রধান রাব্বি, প্রচার সম্পাদক আবু নাঈম, ছাত্রনেতা আল আমিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ