Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইন সবার জন্য সমান : স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ২:৫১ পিএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : লিটন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাদের খান গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, আইন সবার জন্য সমান সে যত বড় শক্তিশালী রাজনীতিবিদ বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাই হোক না কেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী বিএনসিসি ক্লাব প্রথম পুনর্মিলনী ২০১৭’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইন তার নিজস্ব ধারাই চলবে। লিটন হত্যা মামলার আসামি কাদেরের বিচার সেই অনুসারেই হবে। এটা তো আমাদের জন্য কোন চ্যালেঞ্জ নয়। এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স ভূমিকা পালন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি ক্যাডেটকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। দেশের আর্থ সামাজিক উন্নয়নে ক্যাডেটরা ভূমিকা পালন করবে। তারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে বলে আশা করেন তিনি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন-বিশেষ অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য এনামুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল ড. প্রফেসর মো. শাহাব উদ্দিন।

বর্তমান ও প্রাক্তন বিএনসিসির প্রায় এক হাজার প্রশিক্ষণার্থীর সমন্বয়ে বিএনসিসি ক্লাব পুনর্মিলনী ২০১৭’র বিকেলে সমাপনী অনুষ্ঠানে স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন প্রধান অতিথি মোহাম্মদ ফারুক খান এমপি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী, স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সুপার মাহবুবউদ্দিন আহম্মেদ বীরবিক্রম।

এছাড়া দিনব্যাপী সেন্ট্রাল ক্যাম্পিং ২০১৭’র সভাপতিত্ব করেন প্রফেসর ড. ক্যাপ্টেন নাজমুল আহসান কলিমুল্লাহ।



 

Show all comments
  • Nannu chowhan ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:২৬ পিএম says : 0
    Only for satroliger janna kono ain nai.
    Total Reply(0) Reply
  • Nur-Muhammad ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ৫:৫৫ পিএম says : 0
    প্রথম আপনার দলের উপর থেকে নীচ পর্যন্ত প্রায় সকলে বলছেন- বি এন পি, জামায়েতের কাজ। কিছু সৎ দেশ প্রেমিক পুলিশ সত্য উৎঘাঠন করিয়াছে। মিডিয়ায় তা প্রকাশ পেয়েছে। লুকানুর পথ আর নেই। আপনারা ও মত পরিবর্তন করছেন। সঠিক বলায় ধন্যবাদ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ