পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনের প্রধান কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। এখন বলা যাবে না কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না। আমাদের চেষ্টা থাকবে যাতে সব দল নির্বাচনে অংশ নেয়। সাংবিধানিকভাবে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। সংবিধানের একটি বড় অংশজুড়ে রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি জাতির পিতা হিসেবে সাংবিধানিকভাবে স্বীকৃত। সামগ্রিকভাবে জাতির পিতা তো একজনই থাকেন। সে কারণে আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়েছি। এখানে এসে আমরা আবেগাপ্লুত হয়ে পড়েছি।
তিনি বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বিএনপি নির্বাচনে আসবে কি না সংবাদিকদের এমন এক প্রশ্নে সিইসি বলেন, এখানে এ প্রশ্ন করবেন না। এ প্রশ্নের জবাব দেয়ার পরিবেশ এটা নয়। আমি আগেও পত্রপত্রিকা ও মিডিয়ায় এ প্রশ্নের জবাব অনেকবার দিয়েছি। তা প্রচার হয়েছে। সঙ্গত কারণে এ বিষয়ে এখানে কথা বলার মন-মানসিকতা আমাদের নেই।
এর আগে এ দিন বেলা পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন।
এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদৎ হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, এনআইডির ডিজি ব্রিগেডিয়ার জেনারেল সহিদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মাদ মোখলেসুর রহমান সরকার, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহসহ প্রশাসন ও নির্বাচন কমিশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নির্বাচন কমিশনাররা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।