পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিউইয়র্ক থেকে এনা : নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ ও তরুণ রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী জাকির খান নিজ বাসার সামনেই চুরিকাঘাতে নিহত হলেন (ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, জাকির খান অন্যান্য দিনের মত কাজ শেষ করে ব্রঙ্কসের থ্রাগসনেক এলাকায় বাসায় ফিরেন। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার সময় বাসার সামনে জাকির খানের সাথে তার বাসার মালিকের ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জাকির খানের বাসার মালিক মিশরীয় আমেরিকান উত্তেজিত হয়ে উপর্যপুরি তার বুকে চুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে জাকির খান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। জানা যায়, এই অবস্থায় জাকির খানের বাড়ির মালিক নিজেই পার্শ¦বর্তী থানায় নিয়ে ঘটনার বর্ণনা দেয়। পুলিশ সাথে সাথেই জাকির খানের হত্যাকারীকে গ্রেফতার করে। এ ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাকির খানকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় জ্যাকবী হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষার শেষে ডাক্তার জাকির খানকে মৃত ঘোষণা করেন।
জাকির খানের হত্যাকারীকে গ্রেফতার করা হলেও এখন পর্যন্ত পুলিশ তার বিরুদ্ধে কোন চার্জ গঠন করেনি।
এদিকে জাকির খানের মৃত্যুতে তার পরিবার ও কম্যুনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। কারণ জাকি খানের তিন ছেলেমেয়েই ছোট। তারা এখনো স্কুলে যাচ্ছে। পিতাকে হারিয়ে শোকে বিহ্বল জাকির খানের তিন শিশু। অন্যদিকে কম্যুনিটি সেবায় জাকির খান সর্বদায় নিবেদিত ছিলেন। কম্যুনিটির প্রতিটি কর্মকা-ে তিনি জড়িত ছিলেন।
জানা গেছে, জাকির খানের লাশ এখনো জ্যাকবি হাসপাতালের মর্গে রয়েছে। জানা গেছে, লাশ পাওয়ার পর জানাজা শেষে তাকে এখানেই দাফন করা হবে।
উল্লেখ্য, জাকির খানের দেশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।