Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার-গুনধুম রেললাইন নির্মাণ কাজ শুরু হচ্ছে

জয়ন্তিকা উপবন ও ই-ফাইলিং উদ্বোধন রেলমন্ত্রীর

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী দু’এক মাসের মধ্যেই কক্সবাজার থেকে গুনধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী  মোঃ মুজিবুল হক। গতকাল (বৃহস্পতিবার) বেলা পৌনে ১২টার দিকে কমলাপুর রেল স্টেশনে অবমুক্ত পুরাতন কোচ দিয়ে লোড বাড়িয়ে ঢাকা-সিলেট রেলপথে জয়ন্তিকা এক্সপ্রেস উদ্বোধনকালে  তিনি এ কথা জানান। রাতে রেলমন্ত্রী একই রেলপথে উপবন এক্সপ্রেসেরও উদ্বোধন করেন। রংপুর ও মহানগর এক্সপ্রেসের অবমুক্ত কোচ দিয়ে বাড়ানো হয়েছে জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসের লোড। ১৫টি কোচে এ দুটি ট্রেনের বর্তমান আসন সংখ্যা ৬৮৪টি। ট্রেন দুটির আসন বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে সিলেটবাসীরা দাবি জানিয়ে আসছিল। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের আমলে রেলে যুগান্তকারী উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাসে ঈশ্বরদী থেকে পাবনা ও কাশিয়ানী-গোপালগঞ্জ নতুন রেল লাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাতে কমলাপুরে ঢাকা-সিলেট রেলপথের উপবন এক্সপ্রেসের উদ্বোধন করেন। রেল সচিব মোঃ ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ে মহাপরিচালক মোঃ আমজাদ হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে, গতকাল দুপুরে রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের ই-ফাইলিং (নথি) কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছিল। আজ দেশের অনেক ক্ষেত্রেই ডিজিটালাইজ করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে। এতে করে জনগণ অতিদ্রুত সেবা পাচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। উল্লেখ্য, এ টু আই প্রকল্পের অধীনে সরকারি অফিসগুলোতে ই-ফাইলিং কার্যক্রম চলমান আছে। এতে দেশের যে কোন নাগরিক অনলাইনে মন্ত্রীর কাছে আবেদন বা কোন চিঠিও পাঠাতে পারবে। এর মাধমে সেবা প্রাপ্তি আরও সহজ হবে। ফাইল বা নথি হারাবে না। ই-ফাইলিং কার্যক্রম উদ্বোধনের সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, এ টু আই প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ