Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাস্টবিনে নবজাতকের জোড়া লাশ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : খোলা ডাস্টবিনে দুই নবজাতকের লাশ। এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ায় পথচারীরা। মুহূর্তে সেখানে মানুষের জটলা। নগরীর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটের পাশের শেখ মুজিব রোডে ফারুক চেম্বারের সামনে একটি ডাস্টবিনে গতকাল (বৃহস্পতিবার) সকালে এ দু’টি নবজাতকের লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, কারো পাপের ফসল লুকাতে এ জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চৌমুহনীর কর্ণফুলী সিডিএ মার্কেটের মূল ফটকের বিপরীতে একটি উন্মুক্ত ডাস্টবিনে দুই নবজাতকের লাশ দেখে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। অফিসগামী লোকজন এ দৃশ্য দেখে নানান মন্তব্য করেন।
নগরীর ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদ জানান, স্থানীয় লোকজন টেলিফোনে আমাকে জানিয়েছেন ডাস্টবিনে একজোড়া নবজাতকের লাশ পাওয়া গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এরপর স্থানীয় কবরস্থানে লাশ দু’টি দাফন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ