পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি জালিয়াতচক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা প্রশাসনের কতিপয় ব্যক্তি ও স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে নিরীহ লোকজনের জাগয়া-জমি দখল করে নিচ্ছে। ক্ষেত্র বিশেষে নিজেরা মালিক সেজে একের জমি অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। ফলে ঐসব নিরীহ ব্যক্তি সর্বস্ব হারিয়ে পথে বসছেন। তারা দ্বারে দ্বারে ঘুরেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
বার বার প্রতারিত হয়ে এবং জালিয়াত চক্রের হাত থেকে রক্ষা পেতে সম্প্রতি স্বরাষ্ট্র সচিব বরাবর ভুক্তভোগী রাজ্জাক উকিল একটি দরখাস্ত দিয়েছেন। এতে তিনি ওই জালিয়াতচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। দরখাস্তের ভাষ্যমতে, জালাল উকিল, পিতা-মৃত আরব আলী উকিল, গ্রাম-নাগেড়হাট, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ। এই জালাল উকিলের বাবা কয়জন, তা এলাকাবাসীর প্রশ্ন। কারণ, তিনি একেক সময় একেক জনকে বাবা বলে পরিচয় দিয়ে অন্যের জমি বিক্রি করে থাকেন। জালাল উকিল কখনো তার পিতা আরব আলী উকিল, আবার কখনো তোরাপ আলী উকিল পরিচয় দিয়ে থাকেন। তিনি নিরীহ অনেক মানুষের জমি মিথ্যা পরিচয়ে বিক্রি করে দিয়ে পথে বসিয়েছেন। তার রয়েছে একটি শক্তিশালী চক্র। মিজান ঢালী, সোহেলসহ আরো অনেকে এই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো অনেক নিরীহ মানুষ পথের ফকির হবেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।