পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : হিলারি ক্লিনটন হেরে যান, এমনটা চেয়েছিল কেন্দ্রীয় তদন্ত অধিদফতরের (এফবিআই) একটি অংশ। যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে এই অভিযোগটি এসেছে হিলারির নির্বাচনী ক্যাম্পেইনের সাবেক চেয়ারম্যান জন পোডেস্টার মুখ থেকে।
পোডেস্টা মনে করেন, ‘এফবিআইতে অন্তত কিছু লোক ছিলেন, যারা চেয়েছিলেন হিলারি হেরে যান। তারা হিলারির কোনো বিকল্প পেয়েছিলেন কিনা তা জানা নেই, কিন্তু তারা চেয়েছিলেন যেন তিনি হেরে যান’। এটাকে হিলারির পরাজয়ের অন্যতম সম্ভাব্য কারণ বলেও মনে করেন পোডেস্টা।
গত সোমবার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলছিলেন পোডেস্টা। বিতর্ককে উস্কে দেয় এমন কোনো তথ্য-উপাত্ত না দিলেও হিলারির এই নির্বাচনী ক্যাম্পেইনের চেয়ারম্যান এফবিআই’র শীর্ষ কর্তাদের ধুয়ে দিতে ছাড়েননি।
এমনকি এফবিআই পরিচালক জেমস কোমির দিকে ‘ষড়যন্ত্রের’ ইঙ্গিত করে পোডেস্টা বলেন, নির্বাচনের ঠিক ১১ দিন আগে হিলারির ইমেইল ফাঁস কা-ের আরও তদন্তের ঘোষণা দিয়ে কোমি ‘খুবই বাজে বিবেচনা’ দেখিয়েছেন। যারা এ বিষয়ে অবগত ছিলেন...তারা সবাই বলেছেন ওই সময়ে এই ঘোষণাটা ‘খুবই বাজে সিদ্ধান্ত’ ছিল।
নির্বাচনে পরাজয়ের পেছনে দোষারোপ করতেও পিছপা হননি পোডেস্টা। তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে তোপ দেগে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনকেন্দ্রিক ইমেইল হ্যাকে পুতিন কার্যত ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন। কারণ রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ‘পোষা কুকুর’ হিসেবে ব্যবহার করতে চায়।
গত ডিসেম্বরেই এ কথা বলেছিলেন পোডেস্টা। এবার আরও স্পষ্ট করে তিনি বলেন, রাশিয়া স্পষ্টতই হস্তক্ষেপ করেছে নির্বাচনে। এফবিআই’র অভ্যন্তরে গভীর ভাঙনের সৃষ্টি হয়েছে বলেও আরেকটি জায়গায় বলেন পোডেস্টা। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।