Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণে ১৪৪ কোটি টাকার বিনিয়োগ আনছে সামিট কমিউনিকেশনস লিমিটেড

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের বৃহত্তম ফাইবার অপটিক নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অপারেটর সামিট কমিউনিকেশনস লিমিটেড (এসসিএল) দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে, ইনভেস্টমেন্ট প্রোমোশন এন্ড ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (আইপিএফএফ) এর মাধ্যমে ১৪৪ কোটি টাকার সিন্ডিকেটেড টার্ম লোন গ্রহণ করেছে। প্রাইম ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড, আইডিএলসি ফাইনান্স লিমিটেড এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর সমন্বয়ে সিন্ডিকেটটি গঠন করা হয়। আইআইডিএফসি-এর আয়োজনে এবং বিশ্বব্যাংক-এর অর্থায়নে বাংলাদেশ ব্যাংক উক্ত কার্যক্রম প্রণয়ন করে। এই কার্যক্রমের সফল সমাপ্তিতে, সামিট কমিউনিকেশনস লিমিটেড, বুধবার দুপুরে স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে, যাতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সামিট কমিউনিকেশন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, আরিফ আল ইসলাম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, উক্ত ঋণ দেশের প্রত্যন্ত অঞ্চলে ন্যাশনওয়াইড টেলিকম্যুনিকেশন ট্রান্সমিশন  নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগণ দ্রুতগতির ইন্টারনেট এবং ডাটা ব্যবহারের মাধ্যমে তথ্য প্রযুক্তির সুফল পাবেন। সামিট কমিউনিকেশন্স লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরগণ এবং অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালকগণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।     -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ