Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রেক্সিটের জন্য চড়া মূল্য দিতে হবে ব্রিটেনকে

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইয়ানকার এই বলে হুঁশিয়ারি দিয়েছেন যে, ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যকে ‘খুব চড়া মূল্য’ দিতে হবে। নানা রিপোর্টে ইতোমধ্যেই বলা হয়েছে, ব্রেক্সিট নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার পর ব্রিটেনকে অন্তত ৬০০০ কোটি ইউরো (৫১০০ কোটি স্টার্লিং পাউন্ড) ইইউকে দিতে হতে পারে। এই পটভূমিতেই জঁ-ক্লদ ইয়ানকার জানিয়েছেন, ব্রিটেন কোন শর্তে ইইউ ছাড়বে, তা নিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যখন ইউরোপীয় ইউনিয়নের আলোচনা শুরু হবে তখন সেটা হবে ‘খুব কঠিন দরকষাকষি’।
বেলজিয়ামের ফেডারেল পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘ব্রিটেনের এক্সিট বা ইইউ ত্যাগ যে বিনা খরচে হবে বা কম খরচে হবে এমনটা ভাবার কোনও কারণ নেই’। মি ইয়ানকারের এই মন্তব্য এলো এমন একটা সময়ে যখন ব্রিটেনে সরকারের আনা ব্রেক্সিট সংক্রান্ত বিল নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আজ টানা দ্বিতীয় দিনের মতো বিতর্ক চলছে।
এই বিলটি আইনে পরিণত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে লিসবন চুক্তির ৫০ নম্বর অনুচ্ছেদ (আর্টিকল ফিফটি) ট্রিগার করতে পারবেন, যার মাধ্যমে ইইউ ত্যাগ করার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরুর অনুমতি মিলবে। চলতি বছরের মার্চ মাস শেষ হওয়ার আগেই টেরেসা মে এই আলোচনা শুরু করতে আগ্রহী। একবার শুরু হলে এই আলোচনা অন্তত দু’বছর ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী মে’র সামনে কত অঙ্কের ‘এক্সিট বিল’ ধরানো হবে, তা নিয়ে এখন ব্রাসেলসে আলোচনা চলছে। ইইউর অন্যতম সদস্য হিসেবে ব্রিটেন যে সব প্রকল্প ও কর্মসূচিতে শরিক থাকবে বলে অঙ্গীকার করেছিল, বিলে তাদের ভাগের সেই প্রতিশ্রæত অর্থ ধরা থাকবে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের পেনশনে ব্রিটেনের ভাগের টাকাও তাদের দিতে হবে। লাক্সেমবার্গের সাবেক প্রধানমন্ত্রী ইয়ানকার পরিষ্কার ঘোষণা করেছেন ‘ব্রিটেনের মানুষের এটা জেনে রাখা দরকার যে, ব্রেক্সিট তাদের জন্য বিনা খরচে বা কম খরচে হবে না’।
‘যেসব অঙ্গীকার ব্রিটিশরা এর আগেই করে গেছেন, সেগুলোর মর্যাদা রক্ষা করার দায়িত্বও তাদের। ফলে একটু কঠোর শোনালেও এটা বলতেই হবে যে, তাদের বিলের অঙ্কটাও হবে খুব চড়া!’, বলেছেন তিনি। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ