পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড ২০% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নেয়। যা ২০১৭ সালের ২ মে-তে অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠানের ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের মাধ্যমে অনুমোদন নেয়া হবে। এর অর্থ শেয়ারহোল্ডার পাঁচটি সাধারণ শেয়ারের জন্য একটি বোনাস শেয়ার পাবেন।
প্রতিষ্ঠানের সূত্র মতে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা যেমনÑ নতুন বিনিয়োগের অভাব, বৈদেশিক বাণিজ্যের নি¤œ গতি, রিয়েল এস্টেট খাত থমকে দাঁড়ানো সত্ত্বেও ২০১৬ সালে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড একটি সম্মানজনক অবস্থান বজায় রেখেছে। ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, এর অনুমোদিত মূলধন ৪০ কোটি টাকা, সর্বমোট পরিশোধিত মূলধন ১শ’ ৫১ কোটি ৫০ লাখ টাকা এবং সর্বমোট শেয়ারের সংখ্যা ১৫ কোটি ১৫ লাখ ৫৬৭ জন। ২০১৫ থেকে ২০১৬ সালে শেয়ার প্রতি এর নিট সম্পদ মূল্য বেড়েছে ১৬ দশমিক ৩৩ টাকা থেকে ১৮ দশমিক ৩২ টাকা। উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।