পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. হারুন-অর-রশিদ। প্রেসিডেন্ট ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে আরো চার বছরের জন্য (মার্চ ২০১৭ থেকে মার্চ ২০২১) এই রাষ্ট্রবিজ্ঞানীকে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছেন। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ড. হারুন-অর-রশিদ ঢাকা বিশ^বিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ (অনার্স) ও এমএ উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ১৯৮৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডন বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি লন্ডন বিশ^বিদ্যালয়, সুইডেনের উপসালা বিশ^বিদ্যালয় এবং জাপানের রিউকোকু বিশ^বিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। তিনি ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে তার শিক্ষকতা পেশা শুরু করেন। সেখান থেকে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি সিলেকশন গ্রেড প্রফেসর। তার ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের এএফ রহমান হলের প্রভোস্ট, সামাজিক বিজ্ঞান অনুষদের তিনবার নির্বাচিত ডিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি (২০০৯-২০১২), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি, প্রফেসর শামসুল হক শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত তার ৯টি গ্রন্থ ও দেশে-বিদেশে জার্নালে ৬৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।