Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে পুঁজিবাজার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার লেনদেন বন্ধ থাকার পর গত বুধবার দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামা শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৭ পয়েন্ট।
সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম ও বাজার মূলধন। ফলে ডিএসইতে টানা দুই কার্যদিবস পর সূচক বাড়ল। তবে সিএসইতে সূচক বাড়ল টানা তিন কার্যদিবস। এর আগের কার্যদিবসে ডিএসইতে সূচক পতন হয়েছিল।
ডিএসইর তথ্য মতে, বুধবার ডিএসইতে ৩২ কোটি ১০ লাখ ৫২ হাজার ৫০৮টি সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার।
তিন সূচকে পথচলা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২০ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬২৫ দশমিক ৪৩ পয়েন্টে। পাশাপাশি ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩ পয়েন্টে এবং তবে ডিএসইএস শরীয়াহ্ সূচক দশমিক ০৫ পয়েন্ট কমে ১ হাজার ৩১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের কার্যদিবসের চেয়ে ২৭ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৬৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮০ কোটি ৩২ লাখ ২ হাজার ৫৭৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি ১৭ লাখ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৭৭ লাখ টাকার। লেনদেন হওয়া সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১১টির এবং ৩৪ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মার শীর্ষ পাঁচ শেয়ারধারী পরিচালকের সব শেয়ার কিনে নিবে ব্যবসায়ী মো: আজিজুল ইসলামের মালিকানাধীন আলিফ গ্রুপের জন্য সম্প্রতি সেন্ট্রাল ফার্মার ৫ পরিচালকের সঙ্গে আলিফ গ্রুপের সমঝোতাস্মারক স্বাক্ষর (এমওইউ) হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সেন্ট্রাল ফার্মার পরিচালকেরা শিগগিরই ব্লক মার্কেটে শেয়ারগুলো আলিফ গ্রুপের কাছে বিক্রি করবেন। শেয়ার বিক্রি সম্পন্ন হলে সেন্ট্রাল ফার্মার পর্ষদে নতুন চেয়ারম্যান, পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছে সেন্ট্রাল ফার্মা।
জানা যায়, সেন্ট্রাল ফার্মার পর্ষদের ৫ উদ্যোক্তা ও পরিচালক হলেন, চেয়ারম্যান মোরশেদা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মনসুর আহমেদ, মো: রোকনুজ্জামান, নাসিমা আকতার এবং পারভেজ আহমেদ ভুইয়া। তাদের হাতে কোম্পানিটির মোট ৩০ দশমিক ০২ শতাংশ শেয়ার রয়েছে। তারা এই শেয়ারগুলো আলিফ গ্রুপের কাছে বিক্রি করবেন। ২০১৩ সালে তালিকাভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধন ১০৩ কোটি ৭২ লাখ টাকা। এর ১৩ দশমিক ৪৪ শতাংশ শেয়ার প্রতিষ্ঠানের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ