Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজিতপুরে ১০ হাজার ছাত্র-ছাত্রীর ৬ কি.মি. প্রভাতফেরি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাজিতপুর উপজেলা সংবাদদাতা : মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ হাজার ছাত্রছাত্রী এক সঙ্গে ৬ কি.মি. পথ নগ্ন পায়ে হেঁটে প্রভাতফেরি করে ইতিহাস সৃষ্টি করলেন। সম্প্রতিকালে এত বেশী ছাত্র-ছাত্রী একসঙ্গে প্রভাতফেরি করতে শোনা যায় না।
বাজিতপুর উপজেলা প্রশাসনের ব্যাতিক্রমি উদ্যোগে মহান একুশে পালন করা হয়। ভোর থেকে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা নিজ নিজ প্রতিষ্ঠানে জড় হতে থাকে। সকাল ৮টার দিকে শুরু হয় প্রভাতফেরি। বাজিতপুর পৌর শহরে ভাগলপুরের শেষ সীমানা থেকে শুরু হয়ে বাজিতপুর চৌকি আদালত পর্যন্ত ৬ কি.মি. পথ নগ্ন পায়ে হেঁটে প্রভাতফেরি করে। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম, পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পিসহ সর্বস্তরের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ