Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির নেতারাই খালেদা জিয়াকে জেলে দেখতে চান -হাসান মাহমুদ

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া এত অপরাধ করেছেন এবং তার নামে এত মামলা হয়েছে যে তার আর রেহাই পাওয়ার উপায় নেই। বিএনপির নেতাকর্মীরাও তা জানে। গতকাল (সোমবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভা ও শোক র‌্যালিতে এ কথা বলেন তিনি। সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি ও ভাষা শহীদদের স্মরণে এ সভার আয়োজন করা হয়।
হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতারা বলেন, খালেদা জিয়া জেলে গেলে তারা নির্বাচনে যাবেন না। কিন্তু এ কথা মিথ্যা। বিএনপির নেতারা আসলে ভেতরে ভেতরে খালেদা জিয়াকে জেলে দেখতে চান। তারা মনে মনে বলেন, কেন তার বিচারের রায় হতে দেরি হচ্ছে? কিন্তু তারা রাজপথে দাঁড়িয়ে বলেন, খালেদা জিয়া জেলে গেলে নির্বাচন হবে না।
খালেদা জিয়ার শাস্তি হলে বিএনপির নেতাদের নির্বাচন না করার হুমকিরও সমালোচনা করেন হাছান মাহমুদ। তিনি বলেন, যারা এসব কথা বলেন, তারা আসলে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তারা আবার বাসে আগুন দিয়ে মানুষ মারতে চান। কিন্তু তারা এ হুমকি কাকে দিচ্ছেন? বিচার করছে আদালত, সরকার নয়। তারা বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তুলে আদালত অবমাননাই করছেন।
সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের দেশে অনেকেই ইংরেজি ঢংয়ে বাংলা বলেন। এটা ঠিক নয়। যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই ভাষাকে কেন জগাখিচুড়ি করে ব্যবহার করবো? আমাদের এমন প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ড্যানি সিডাক, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ