পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন নিয়ে কোনো জালিয়াতির সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুযায়ী হাবের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেই ১৯ ফেব্রæয়ারি থেকে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে। হজযাত্রীদের প্রাক-নিবন্ধন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। ২০১৬ সালে প্রাক-নিবন্ধিত প্রায় ৩৮ হাজার হজযাত্রী অগ্রাধিকারের ভিত্তিতে এবার হজে যাওয়ার সুযোগ পাবেন। সউদী সরকারের নিয়ম-নীতি অনুসরণ করেই সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে। গতকাল সোমবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ইনকিলাবের সাথে আলাপকালে একথা বলেন। ধর্মমন্ত্রী আরো উল্লেখ করেন, গত বছর ওমরাহ ও হজ নিয়ে যারা দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে দায়ী এজেন্সিগুলোর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। ধর্মমন্ত্রী বলেন, হজ ও ওমরাহ নিয়ে কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। চলতি বছর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে বলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশাবাদ ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রাক-নিবন্ধন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো: হাফিজ উদ্দিন ও নিয়োগকৃত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেড। এছাড়া প্রাক-নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতকরণে বুয়েটের কম্পিউটার বিভাগের বিশেষজ্ঞরা সারাক্ষণ দায়িত্ব পালন করছেন। এদিকে গত দু’দিনে প্রাক-নিবন্ধন সার্ভারে কোনো ত্রæটি বা অসঙ্গতি পরিলক্ষিত হয়নি। আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের সিইও ও সাবেক অতিরিক্ত সচিব এবং সাবেক পরিচালক হজ বজলুল হক বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে বজলুল হক বিশ্বাস বলেন, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি প্রাক-নিবন্ধনে আইটি ফার্মকে বিতর্কিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রমে বিঘœ সৃষ্টির জন্য গত দু’দিনে নিবন্ধন সার্ভারে কয়েক দফা হ্যাকিংয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে প্রাক-নিবন্ধন কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে চলছে। এ নিয়ে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।