পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৬ মাসেরও বেশি সময় পর রাজধানীর আজিমপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত তানভীর কাদেরীর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পুলিশের নির্দেশে গতকাল সোমবার লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর আজিমপুরের একটি বাসার জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে নিহত হন তানভীর কাদেরী। পুলিশের সিটি কাউন্টার টেররিজমের পক্ষ থেকে লাশ হস্তান্তর করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক। আঞ্জুমান মফিদুল ইসলামের পক্ষ থেকে লাশ গ্রহণ করেন মুগদা জোনের ডিউটি অফিসার মোস্তফা কামাল। লাশটি অজ্ঞাত হিসেবে গ্রহণ করেন তারা। পরে জুরাইন কবরস্থানে লাশটি সন্ধ্যায় দাফন করা হয়। ঘটনার পর থেকে লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মর্গের মর্চুয়ারিতে রাখা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।