পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রফতানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে দফায় দফায় বিক্ষোভ করছেন। সোমবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার সজীব নিটওয়ে লিমিটেড নামে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
শ্রমিকরা জানান, সজীব নিটওয়ে লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় চারশ’ জন শ্রমিক কাজ করেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে থাকেন মালিকপক্ষ। গত জানুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা এ মাসের ১০ তারিখ পার হয়ে গেলেও পরিশোধ করেনি। শ্রমিকরা তাদের বকেয়া বেতন-ভাতা চাইলে দেই-দিচ্ছি করে ঘোরাতে থাকে। সব শেষে ২০ ফেব্রুয়ারি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার আশ্বাস দেন মালিকপক্ষ।
সোমবার সকালে শ্রমিকরা কর্মস্থলে গিয়ে তাদের বকেয়া বেতন-ভাতা দেই-দিচ্ছি করে ঘোরাতে থাকে। বিকেলে বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে দফায় দফায় বিক্ষোভ শুরু করেন। এ সময় রূপগঞ্জ থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে শান্ত করেন। পরে মালিকপক্ষও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেন। এ বিষয়ে কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাহজাহান বলেন, ২/১ দিনের মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করে দেয়া হবে।
এদিকে, শ্রমিকরা আরো অভিযোগ করে জানান, তারা বিভিন্ন জেলা-উপজেলা থেকে এখানে এসে বাসা ভাড়ায় থেকে পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। তারা পুরো মাস ধরে মুদি-মনোহারী দোকান থেকে বাকিতে সদাই আনেন। এছাড়া বাসা ভাড়ার টাকাও মাস শেষ হলে পরিশোধ করতে হয়। বকেয়া বেতন-ভাতা না পেয়ে তারা এখন অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। বাড়িওয়ালা ও মুদি-মনোহারী দোকানদাররা পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করছেন। বাকিতে এখন আর সদাই দিচ্ছেন না। তারা বাধ্য হয়ে বিক্ষোভ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।