Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির নীতিমালা নিয়ে রুল

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার  : ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক পদে পদোন্নতির  ক্ষেত্রে ৫:২ অনুপাত নীতিমালা অনুসরণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না’ তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি কাজী  রেজাউল হক ও বিচারপতি  মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই এই রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন মো: হুমায়ন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। হুমায়ন কবির বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল বিধিমালায় বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত সকল প্রভাষক ৮ বছর পর সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ার কথা রয়েছে। কিন্তু ২০১০ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রের এক অংশে বলা হয় ‘এমপিওভুক্ত প্রভাষকগণ প্রভাষক পদে এমপিওভুক্তির ৮ (আট) বছর পূর্তিতে ৫:২ অনুপাতে অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। এতে মোট পদ সংখ্যা বৃদ্ধি পাবে না’। অর্থাৎ ৫ জনে ২ জন করে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন, যা মূল আইনের সঙ্গে সাংঘর্ষিক। পরিপত্রের এই অংশের বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট করেন বগুড়ার দরগাহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বঞ্চিত মতিয়ার রহমানসহ ৭ জন প্রভাষক।



 

Show all comments
  • মোহাম্মদ অলিউর রহমান ২৫ আগস্ট, ২০২০, ৪:৪২ পিএম says : 0
    বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়। আমি একজন আলিম মাদ্রাসার আরবি প্রভাষক। কালীগঞ্জ ঝিনাইদহ। আমার বয়সে ছোট এরকম অনেকেই ২৯০০০ টাকা টাইমস্কেল পেয়ে অনেকটাই ভালো অবস্থানে আছে। আর আমরা একই পদে থেকে আট বছর গেল টাইম স্কেল পেলাম না। 10 বছর গেল আশা করেছিলাম উচ্চতর স্কেল টি পাবো কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস 11 বছর হতে চলেছে কিন্তু কোন উচ্চতায় স্কেল ও পেলাম না শুনছি নাকি অটো উচ্চতর স্কেল হবে। কবে হবে তাও জানিনা।৫:২ হারে সহকারি অধ্যাপক পদ পাওয়ার কথা ছিল তাও পেলাম না একই দেশে বসবাস করে দুই তিন রকমের আইন অনেক পীড়া দেয় এ বিষয়ে একটু উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি।
    Total Reply(0) Reply
  • শেখ মুহাম্মদ মনির হোসাইন ২৫ নভেম্বর, ২০২০, ৯:১৪ এএম says : 0
    আমি আলিম মাদ্রাসার আরবী প্রভাষক৷ প্রভাষক পদ হতে সহকারী অধ্যাপক পদে সরাসরি কোটা বিহীন পদোন্নতি চাই৷ জৈষ্ঠ প্রভাষক নাম দিয়ে বিভাজন বন্ধ চাই৷
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কামাল উদ্দিন ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৪ এএম says : 0
    আমরা এ রকম বৈষম্য আর দেখতে চাইনা।এ অনুপাত পদ্ধতির কারণে আজ শিক্ষক সমাজের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।তারচেয়ে ভালো হয় স্বয়ংক্রিয় ভাবে ৮ বছর পুর্তিতে সকলকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ কামাল উদ্দিন ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৫ এএম says : 0
    আমরা এ রকম বৈষম্য আর দেখতে চাইনা।এ অনুপাত পদ্ধতির কারণে আজ শিক্ষক সমাজের মধ্যে হাহাকার তৈরি হয়েছে।তারচেয়ে ভালো হয় স্বয়ংক্রিয় ভাবে ৮ বছর পুর্তিতে সকলকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া।
    Total Reply(0) Reply
  • মো জালাল উদ্দিন ১ জুন, ২০২২, ১০:৫৫ এএম says : 0
    প্রায় এগারো বছর চাকরি করছি, আজও একটি প্রমোশন পেলাম না, আমার সিনিয়র যারা তারা আট বছরে সহকারী অধ্যাপক হয়ে গেছে, কিন্তু ৫০% পদোন্নতির কথা থাকলেও কার্যকরের কোন ব্যবস্থা নেই, ধিক এই শিক্ষা ব্যবস্থাকে,এই হতাশার মধ্যে কিভাবে আমরা, শিক্ষার্থী যথোপযুক্ত শিক্ষা দান করবো,আমি হতাশ,পেশা সম্পর্কে পূর্বে থেকে ধারণা না থাকাই, এই পেশায় প্রবেশ,এখনতো চাকরির বয়স নেই, যে অন্যকোনো চাকরিতে চলে যাবো।
    Total Reply(0) Reply
  • Md. Monir Hossen ১৭ জুন, ২০২২, ৯:০৫ এএম says : 0
    বর্তমান আলিম মাদরাসার প্রভাষকরা উপাধ্যক্ষ না হতে পারলেও ইন্টারমিডিয়েট কলেজ এর প্রভাষকরা সেই সুযোগ ঠিকই পেয়েছেন৷ হায়রে মাদরাসা অধিদপ্তর!
    Total Reply(0) Reply
  • Md. Monir Hossen ১৭ জুন, ২০২২, ৯:০৫ এএম says : 0
    বর্তমান আলিম মাদরাসার প্রভাষকরা উপাধ্যক্ষ না হতে পারলেও ইন্টারমিডিয়েট কলেজ এর প্রভাষকরা সেই সুযোগ ঠিকই পেয়েছেন৷ হায়রে মাদরাসা অধিদপ্তর!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ