Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ব্যাংকারদের ধনীবান্ধব নীতি পাল্টাতে হবে’

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের সর্বস্তরে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের ধনীবান্ধব নীতি ও মানসিকতা পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টার ইনে ‘সানেম অ্যানুয়াল ইকোনমিস্টস কনফারেন্স ২০১৭’ এ বক্তব্য দিচ্ছিলেন তিনি।
দুই দিনব্যাপী এই সম্মেলনের শেষদিনে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।
সাবেক গভর্নর বলেন, আমরা আর্থিক অন্তর্ভুক্তির কথা বলি, কিন্তু সমাজে অনেক ক্যাটাগরির লোক আছে যারা ব্যাংকের সার্ভিস পায় না। যাদের টাকা আছে ব্যাংক তাদের কাছেই যায়, তাদের ডেকেই টাকা দেয়।
‘ব্যাংক কর্মকর্তাদের মানসিকতা ও আচরণ পরিবর্তন না করে শুধু ডিজিটাইজেশন করে আমরা বেশি দূর এগিয়ে যেতে পারব না।’
দেশে চালু ব্যাংকগুলোতে নতুন ও উদ্ভাবনী পরিকল্পনা কার্যকর করা হয় না জানিয়ে সাবেক গভর্নর বলেন, ‘বর্তমানে সরকারি ও বেসরকারি ৫৬টি ব্যাংক চালু আছে, নতুন ১০টি ব্যাংক চালুর অপেক্ষায় রয়েছে। কিন্তু দুঃখের কথা সব ব্যাংক একই কাজ করে।’
সর্বস্তরের মানুষকে ব্যাংক সেবার আওতায় আনতে সমতার চেয়ে ন্যায্যতা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
‘৫০ কোটি টাকা ঋণ নিতে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় ৫ লক্ষের জন্যেও একই কাজ করতে হয়, এমন করেই চলছে।’
ব্যাংক সেবা প্রদান প্রসঙ্গে সালেহউদ্দিন বলেন, সাশ্রয়ী, দ্রæত ও গুণগত মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে।
ব্যাংকগুলো এত সুসজ্জিত থাকে, কোটি টাকা খরচ করে ব্রাঞ্চ খোলে অথচ ভেতরে যেয়ে চার ঘণ্টা বসে থাকতে হয়। ব্যাংক তো আর মিউজিয়াম না যে বসে থাকব।
বাংলাদেশ ব্যাংকের অভিযোগ ডেস্কে হাজারো অভিযোগ জমে পড়ে থাকে, তার কতটুকু সমাধান হচ্ছে তা শুধুমাত্র অভিযোগকারীরা বলতে পারবে।
ব্যাংকগুলোর পলিসি সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রজেক্টের পলিসি উপদেষ্টা অনির চৌধুরী বলেন, ‘আমরা ধনীদের কথা ভেবে দারিদ্র্যদের জন্য পলিসি তৈরি করি, ধনীদেরটা দ্যরিদ্র্যদের উপর চাপিয়ে দেই।
‘বাংলাদেশ ব্যাংকের পরিকল্পনা যেন শুধু ধনী আর অর্থ পাচারকারীর জন্য না হয়ে একজন রিকশাচালকের কথা মাথায় রেখেও করা হয়’ বলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ