পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রামে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সহযোগিতা করা অত্যাবশ্যক। গত শনিবার মিউনিখে নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের উপস্থিতিতে সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার সমালোচনা করেন মারকেল। এছাড়া তিনি বক্তৃতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাটো এবং জাতিসংঘের মতো বহুজাতিক সংস্থাগুলোকে টিকিয়ে রাখা এবং শক্তিশালী করার ওপর জোর দেন। মারকেল বলেন, একসঙ্গে কাজ করলে সবাই শক্তিশালী হয়। আমাদের এটাও দেখতে হবে, বিভিন্ন জায়গায় বহুপাক্ষিক অবকাঠামোগুলো যথাযথভাবে কাজ করছে কি-না। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক একটি চ্যালেঞ্জিং পর্যায়ে রয়েছে। কিন্তু ইসলামিক স্টেট অব ইরাক ও লেভান্ট (আইএসআইএল) এবং অনুরূপ সন্ত্রাসী গ্রæপগুলোর বিরুদ্ধে সংগ্রামে রাশিয়ার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ ছিল। তিনি ইইউ, ন্যাটো ও জাতিসংঘের মতো বহুপাক্ষিক কাঠামোকে শক্তিশালী ও সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এসব আন্তর্জাতিক সংস্থার প্রতি ট্রাম্প প্রশাসনের বিরুপ মন্তব্য নিয়ে ইতোমধ্যে তাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প ন্যাটোকে একটি সেকেলে সংস্থা হিসেবে এর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি ব্রিটেনের ইইউ ত্যাগের সিদ্ধান্ত ও রাশিয়ার প্রতি নরম হওয়ার জন্য দেশটির (ব্রিটেন) প্রশংসা করেন। ট্রাম্পের এসব প্রদক্ষেপে মিত্ররা বিচলিত। মারকেল বলেন, একসঙ্গে কাজের মাধ্যমে আমরা সবাই শক্তিশালী হতে পারব। আমরা দেখতে পাচ্ছি বহুপাক্ষিক কাঠামো অনেক জায়গায় যথেষ্ট কার্যকর নয়। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের কমন আন্তর্জাতিক বহুপাক্ষিক কাঠামোর জন্য যুদ্ধের মূল্য রয়েছে। এজন্য আমাদেরকে অনেক জায়গায় এ বিষয়ে উন্নতি করতে হবে। রয়টার্স, আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।