পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : সহিংসতার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই বলে মন্তব্য করে পোপ ফ্রান্সিস বলেছেন, সহিংসতার সঙ্গে ইসলামকে জাড়ানোর চেষ্টা ঠিক নয়। পুঁজিবাদ এবং সামাজিক বিচারহীনতাই সন্ত্রাসবাদের মূল কারণ। পোল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, খ্রিস্টান সন্ত্রাসবাদ নেই, ইহুদি সন্ত্রাসবাদ নেই এবং মুসলিম সন্ত্রাসবাদও নেই। এসব সন্ত্রাসবাদের অস্তিত্ব নেই। পোপ বলেন, সমান সুযোগ না পাওয়ার পরও দরিদ্র ও দরিদ্রতম মানুষদের সহিংসতায় অভিযুক্ত করা হচ্ছে। আগ্রাসনের ভিন্ন ভিন্ন রূপ ও সংঘাতের কারণে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে এবং এক সময় চরমরূপ নিতে পারে। পোপ জানান, সব ধর্মই শান্তির কথা বলে। কিন্তু সব মানুষ ও ধর্মের মধ্যে মৌলবাদী ও সহিংস ব্যক্তি রয়েছেন। অসহিষ্ণুতার সরলীকরণের ফলে তারা আরো শক্তিশালী হয়ে উঠছে। বিশ্বের বেকারত্ব ও দুর্নীতি কমিয়ে আনারও আহŸান জানান পোপ। এছাড়া বৈশ্বিক উষ্ণতা অস্বীকারের সমালোচনাও করেন তিনি। দ্যা গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।