Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ মিনারের পাশে ভাষা জাদুঘর নির্মাণের অগ্রগতি জানতে চায় হাইকোর্ট

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি পাঠাগারসহ ভাষা জাদুঘর নির্মাণের আদেশ বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে সংস্কৃতি সচিবকে হলফনামা আকারে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জাদুঘর নির্মাণের পাশাপাশি সেখানে সার্বক্ষণিক গাইড নিয়োগ, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস সন্নিবেশন করে বাংলা ও ইংরেজি ভাষায় ব্রæশিয়ার তৈরির বিষয়ে পদক্ষেপের কথাও ওই প্রতিবেদনে থাকতে হবে। গতকাল রোববার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট আট দফা নির্দেশনাসহ রায় দিয়েছিলেন। ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা ও কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে লাইব্রেরিসহ একটি জাদুঘর নির্মাণসহ অর্ধেক নির্দেশনা এখনো বাস্তবায়ন করা হয়নি। যেসব নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি, তা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিতে নির্দেশ এবং অগ্রগতি প্রতিবেদন ছয় মাসের মধ্যে আদালতে দাখিল করতে সংস্কৃতিসচিবকে নির্দেশ দেয়া হয়েছে
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে ২০১০ সালের ৯ ফেব্রæয়ারি পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে রিটটি করে।
ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে আট দফা নির্দেশনা দেন আদালত।
নির্দেশনার মধ্যে রয়েছে ভাষা সৈনিকদের প্রকৃত তালিকা তৈরি করে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে ওই তালিকা গেজেট আকারে প্রকাশ, আন্দোলনের স্মৃতিরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষা এবং ওই এলাকায় ভবঘুরে লোকজনের আনাগোনা ও অসামাজিক কার্যকলাপ বন্ধে পাহারার ব্যবস্থা করা। এছাড়া শহীদ মিনারের মূল বেদীতে সভা-সমাবেশ না করা, তবে বেদীর পাদদেশে সভা-সমাবেশ করা যাবে।
একই সঙ্গে শহীদ মিনার প্রাঙ্গণে তিনজন নিরাপত্তা-কর্মী নিয়োগ, ভাষা-আন্দোলেনের শহীদদের মরণোত্তর পদক ও জীবিতদের জাতীয় পদক, জীবিত ভাষা সৈনিকেরা আর্থিক সহায়তা চাইলে তা দেয়া, ভাষা সৈনিকদের সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো এবং সাধ্যমতো সরকারি সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ