পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেবিদ্বার উপজেলা সংবাদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যতদিন মসজিদ-মাদরাসা চালু আছে ততদিন পর্যন্ত আল্লাহর এ দুনিয়া টিকে থাকবে। শুধু মসজিদ করলেই হবে না, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে হবে। তিনি বলেন, আমরা মসজিদমুখী হওয়া এবং মসজিদে নামাজ পড়ার চেয়ে মসজিদ নির্মাণে ব্যস্ত থাকি বেশি। নামাজ না পড়লে নির্মাণ করলে কোনো ফায়দা হবে না। তিনি মসজিদভিত্তিক সমাজ গঠনের গুরত্বারোপ করে আরো বলেন, নামাজ যথাসময়ে যথানিয়মে আদায়ে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শনিবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা দক্ষিণপাড়া সাইজ্জুলিয়া হাফিজিয়া মাদরাসা ও মসজিদ আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অনুষ্ঠিত দোয়ার মাহফিলে উপরোক্ত কথা বলেন। মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সুলাইমানের উপস্থাপনায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাদরাসার মুতাওয়াল্লি আবুল হাশেম ভ‚ঁইয়া, মাদরাসার সভাপতি সাহেব আলী ভ‚ঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মহাপরিচালক (হিসাব) আনোয়ার হোসেন, মুজাহিদ কমিটি মুরাদনগর উপজেলা ছদর আলহাজ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ আবুল হাশেম আবু, মাওলানা অবদুুর রাজ্জাক ও সমাজসেবক হাফেজ শাহীন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। চরমোনাই পীর পরে মসজিদ ও মাদরাসাসহ মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।