Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলে কাল আখেরি মোনাজাত

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো ও ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী বিশ্ব উরশ শরিফে আগামীকাল লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান আখেরি মোনাজাতে অংশ নেবেন। গত শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে খাজাবাবা ফরিদপুরী কু: ছে: আজীজ ছাহেবের উরশ শরিফের আনুষ্ঠানিক সূচনা হয়। মঙ্গলবার সকালে পবিত্র কুরআন তিলাওয়াত ও মিলাদ শরিফ শেষে বিশ্ব ওলি খাজাবাবা ফরিদপুরী কু: ছে: আ: ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ পাঠান্তে আখেরি মোনাজাতে লক্ষ লক্ষ মুসল্লি অংশ নেবেন।
উরশ শরিফ উপলক্ষে সারা দেশে থেকে অগণিত বাস, লঞ্চ ও ট্রলারযোগে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছেন বিশ্ব জাকের মঞ্জিলে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকেও বিপুল সংখ্যক যানবাহনে অগণিত মানুষ বিশ্ব জাকের মঞ্জিলে ছুটছেন। দরবার শরিফ ও সন্নিহিত প্রায় ৪০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এখন দিনরাত শুধু ইবাদত-বন্দেগি চলছে। রাত ৩টায় রহমতের সময় থেকে শুরু করে এশার নামাজ বাদ ৫শ’ বার দরূদ শরিফ পাঠ পর্যন্ত প্রতিটি মুহূর্তেই বিশ্ব জাকের মঞ্জিলে ইবাদত-বন্দেগির সাথে অল্লাহ ও রাসূলে পাক (সা:) এর নির্দেশিত পথের বয়ানও চলছে।
পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত ও নসিহত প্রদান করছেন। চার দিনের বিশ্ব উরস শরিফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত-বন্দেগি, তিলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ছাড়াও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। রাতের শেষ ভাগে রহমতের সময় থেকে ফজরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম করুণাময় আল্লাহর রহমত কামনা ও তদীয় পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসূলে পাক (সা:) এর স্মরণ এবং মোরাকাবা-মোশাহেদাসহ জেকের অনুষ্ঠিত হচ্ছে। জোহর, আসর এবং মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসূলে পাক (সা:) এর প্রতি নজরানা স্বরূপ ৫শ’ বার দরূদ শরিফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল আবাদত বন্দেগির পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ