Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বিটজার’ আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে সংযুক্তিতে সেমিনার

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : জার্মানভিত্তিক কোম্পানির ‘বিটজার’ আধুনিক প্রযুক্তি বাংলাদেশের বাজারে সংযুক্ত করার লক্ষে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রকৌশলীদের নিয়ে একটি টেকনোলজি ও প্রোডাক্ট সেমিনারের আয়োজন করে আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন বিটজারের স্থায়ী প্রতিনিধি আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম ইকবাল মাহমুদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জার্মান থেকে আগত বিশেষজ্ঞ প্রকৌশলী জ্যান গ্রিবেল, স্টিফেন চ্যান, ভারতের প্রকৌশলী হারভিন্দর ভাটিয়া ও আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়ালী আহমেদ খান। উল্লেখ্য, আজিজ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ২০০৩ সালে প্রকৌশলী এম ইকবালের হাত ধরে প্রতিষ্ঠিত হয়ে বর্তমানে দেশের সবচেয়ে বড় কুলিং সল্যুশন কোম্পানি। প্রতিষ্ঠানটির সেবার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল এসি কোল্ডরুম ইকুইপমেন্ট, সুপার মার্কেট ক্লোড ইকুইপমেন্ট অন্যতম। দেশে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এই সেক্টরে তারা এখন আন্তর্জাতিক মানের প্রযুক্তি বাংলাদেশের মার্কেটে যুক্ত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেমিনার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ