পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলা জেলা সংবাদদাতা : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিদেশী প্রভু নেই, বরং সরকারই বিদেশীদের প্রভু মনে করছে। দলীয় নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন আর পুলিশ দিয়ে গ্রেফতার করে দেশেকে কারাগারে পরিণত করেছে। রাজনীতি করতে গিয়ে তারা ব্যার্থ হয়ে এখন দেউলিয়া হয়ে গেছে। মামলা দিয়ে কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপি’র আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। শনিবার ১৮ ফেব্রæয়ারি দুপুরে ভোলা জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ চায় সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ট নিরপেক্ষ নির্বাচন। এ নির্বাচনের দাবি জানিয়ে প্রেসিডেন্টকে ১৩ দফা প্রস্তাব দিয়ে আসলেও প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সরকারের পছন্দের মানুষকে। এ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনাকারী সহায়ক সরকার দরকার’।
তিনি বলেছেন, দেশের স্বার্থে মানুষের অধিকার এবং প্রত্যাশা পুরনে বিএনপি নির্বাচনে অংশ নিবে। আইনের শাসন ও বিচার বিভাগকে প্রভাবিত করার অভিযোগ এনে মির্জা ফখরুল আরো বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে, তাদের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বিএনপি একটি গণতান্ত্রিক দল তাই জনগণের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হচ্ছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহŸান জানান।
শহরের ইসলামী কমপ্লেক্স চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর অব হাফিজ উদ্দিন। সভাপতিত্ব করেন, জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব আতাউর রহমান ঢালী, অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অ্যাড. মজিবুর রহমান সরোয়ার, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, হাফিজ ইব্রাহিম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।
জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, মফিজুল ইসলাম মিলন, যুবদল নেতা ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম, হেলাল উদ্দিন, বিএনপি নেতা বশির মাতাব্বর, আবদুল কাদের সেলিম, ছাত্রদল সভাপতি খন্দকার আল-আমিন, আসিফ আলতাব, অ্যাড. সাজেদা আক্তার, জামিল হোসেন ওয়াদুদ, শহিদুল ইসলাম মানিক, চরফ্যাশন উপজেলা বিএনপি সভাপতি মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, দৌলতখাঁন উপজেলা বিএনপি সম্পাদক সাজাহান সাজু, বোরহানউদ্দিন সভাপতি আনোয়ার হোসেন, তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি মহিবুল্লাহ নাগর প্রমুখ।
এছাড়াও সম্মলনে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। এর আগে সম্মেলনকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন উপজেলা এবং জেলা সদর থেকে খÐ খÐ মিছিল সমাবেশস্থলে এসে উপস্থিত হয়। সম্মেলনের উপস্থাপনা করেন, পৌর বিএনপি নেতা মাজাহারুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।