Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিতু হত্যা সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ যখনই আসে, তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীতেও নিব। অপরাধী পুলিশ অফিসার হোক, সামরিক অফিসার হোক, কিংবা সমাজের উচ্চ পর্যায়ের মানুষ হয়ে থাকুক কিংবা রাজনীতিবিদ হয়ে থাকুক আমরা কাউকে ছাড় দিচ্ছি না। তিনি আরো বলেন, পদ্মা সতেুর অর্থায়ন বন্ধে যারা ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কানাডার সর্বোচ্চ আদালত ঘোষণা করে দিয়েছেন, কোনো দুর্নীতি হয় নাই। কোনো দুর্নীতির প্রচেষ্টাও এখানে হয় নাই। এসবগুলো একটা ষড়যন্ত্র ছিল। আজকে তা প্রমাণিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ