Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামাঞ্চলের জন্য সৌরশক্তি চালিত অ্যাম্বুলেন্স

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দেশের প্রত্যন্ত অঞ্চলে চলাচল উপযোগী বিশেষ এক অ্যাম্বুলেন্স তৈরির কাজ করছেন গবেষকরা। তিন চাকার এবং সরু রাস্তায় চলাচলের উপযোগী এসব সৌরশক্তি চালিত ভ্যান অ্যাম্বুলেন্স এ বছরই রাস্তায় নামতে পারে।
তিন চাকার ভ্যানের উপরে তৈরি হলেও অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় উপকরণ থাকবে। তবে সেটি পুরোটাই চলবে সৌরশক্তিতে। এমনকি রাতের বেলা চলার জন্যও প্রয়োজনীয় শক্তির যোগান দেবে একটি ব্যাটারি, যা দিনের বেলা চার্জ হবে সৌরশক্তিতে। ফলে বিদ্যুৎ নেই এমন অঞ্চলেও ব্যবহার করা যাবে এসব অ্যাম্বুলেন্স। মোটের উপর এবড়েথেবড়ো মেঠো পথ কিংবা পিচঢালা রাস্তা- সব জায়গাতেই চলাচলের উপযোগী এসব অ্যাম্বুলেন্স।
দেশের একটি বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় গাড়ি নির্মাতা কোম্পানির সমন্বিত উদ্যোগে তৈরি হচ্ছে বিশেষ এই অ্যাম্বুলেন্স। ইতোমধ্যে একটি নমুনা পরীক্ষাও করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদ রাস্তায় নামানো যাবে সেগুলো। এ প্রকল্পের প্রধান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম আব্দুল মালেক আজাদ এ প্রসঙ্গে বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের ক্লিনিকগুলোর জন্য কম খরচের এসব অ্যাম্বুলেন্স ভালো উপায় হতে পার বলে আমি মনে করি। তাছাড়া সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে আমরা বিদ্যুৎ ব্যবহারের প্রাত্যহিক খরচ কমাতে এবং পরিবেশ বাঁচাতে পারি’।
একেকটি সৌরশক্তি চালিত অ্যাম্বুলেন্স তৈরিতে খরচ পড়বে ১,৯০০ থেকে ২,৫০০ মার্কিন ডলার (প্রায় দেড় থেকে দু’লাখ বাংলাদেশী টাকা)। যেখানে প্রচলিত অ্যাম্বুলেন্সের দাম কমপক্ষে ৩০,০০০ মার্কিন ডলার (প্রায় ২৪ লাখ টাকা)। আজাদ জানিয়েছেন, এ রকম অ্যাম্বুলেন্স বিশ্বের আরো কোনো দেশে তৈরি হয়েছে বলে তার জানা নেই। তবে অস্ট্রেলিয়ায় সৌরশক্তি চালিত গাড়ির রেস হয়, সেখান থেকেই তারা আইডিয়াটা পেয়েছেন।
প্রসঙ্গত, বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে সাধারণ রিকশাভ্যানে করে রোগী পরিবহন করা হয়। অস্বাস্থ্যকর সেই পন্থায় অনেক সময় রোগী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। নতুন এই অ্যাম্বুলেন্স ভ্যান সেক্ষেত্রে জীবন রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। একেকটি অ্যাম্বুলেন্সে তিনজনকে বহন করা যাবে। আর সেগুলো ঘণ্টায় সর্বোচ্চ ১৫-২০ কিলোমিটার গতিতে চালানো যাবে। সূত্র : রয়টার্স, ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ