Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব জাকের মঞ্জিলের উরস শরীফে লাখো মানুষ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বিশ্বব্যাপী শান্তি ও ঐক্যের বারতা ছড়িয়ে হযরত শাহ্ সূফী খাজা বাবা ফরিদপুরী (কু:ছে:আ:) ছাহেবের উরস শরিফের প্রথম দিনে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে এখন লাখ লাখ শান্তিকামী মানুষের ঢল। সাম্য, ভ্রাতৃত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলা বিশ্ব জাকের মঞ্জিলে।
দৌলতদিয়া, মাওয়া, পাটুরিয়া ও হরিনাঘাট ফেরিঘাটগুলোতে তীব্র যানজট। বিশ্ব জাকের মঞ্জিলের সকল প্রবেশ পথে বিশেষ করে কাঠালবাড়ী- ভাঙ্গা-পুকুরিয়া, পিয়াজখালী- সদরপুর এবং তালমা-সদরপুর হয়ে বিশ্ব জাকের মঞ্জিল, সকল সড়ক পথে শুধু কাফেলা আর কাফেলা, মানুষ আর মানুষ।
শরবত, পানি, জুস, ডাব, নানা জাতের ফল, মিষ্টান্ন ও ঘরে তৈরি নানা খাবার সহযোগে পথে পথে সত্যাশ্রয়ীদের আপ্যায়ন করছেন এলাকাবাসী। পর্যবেক্ষক মহলের মতে, এবার প্রথম দিনে মানুষের যে মহা¯্রােত, তা আগামী ২ দিনে আরো ব্যাপক রূপ নেবে।
৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সূফীবাদের এ মহা মিলনমেলায় শান্তিকামী মুসলমানের পাপাশি, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়সহ নানা ধর্ম, বর্ণ ও মত পথের লাখ লাখ মানুষ আলাদা আলাদা কম্পাউন্ডে ধ্যানমগ্নতায় বিভোর। প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত আদর্শের আলোকে নিজ নিজ সত্তা আলোকিত করার মহান বাসনায় ব্যাকুল শান্তিকামী মুসলমান। আল্লাহ ও রাসূল (সা:) প্রেমে মাতোয়ারা লাখ লাখ শান্তিকামী সত্যাশ্রয়ী পরম করুণাময়ের সান্নিধ্য সন্ধানের ধ্যান মগ্নতায় বিভোর। যাপিত জীবনের পাপ পঙ্কিলতা থেকে মুক্তি তথা হৃদয়ের সকল অশুভ প্রবৃত্তি থেকে মুক্তি এবং সত্য ও সুন্দরের সুরভিতে আলোকিত জীবন সংস্কৃতি প্রতিষ্ঠার শিক্ষাই গ্রহণ করছেন লাখ লাখ মানুষ।
পীরজাদা আলহাজ খাজা মাহ্ফুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাৎ ও নসিহত দান করছেন। ৪ দিনের বিশ্ব উরস শরীফে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, রাতের শেষ ভাগে রহমতের সময় থেকে ফযরের আযানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পরম করুণাময় আল্লাহর রহমত কামনা ও তদীয় পেয়ারা হাবীব বিশ্ব নবী রাসূলে পাক (সা:)-এর স্মরণ এবং মোরাকাবা মোশাহেদা ও জেকের অনুষ্ঠিত হচ্ছে। যোহর, আসর ও মাগরিব নামাজ বাদ মোরাকাবা মোশাহেদা ও জেকের আসকার, এশা নামাজ বাদ রাসূলে পাক (সা:)-এর প্রতি নজরানাস্বরূপ দরুদ শরীফ পাঠ এবং প্রতি ওয়াক্তে নামাজ ও নফল এবাদত বন্দেগীর পরে প্রকৃত ইসলামের সুমহান আদর্শ আলোকপাত করে ওয়াজ নসিহত অনুষ্ঠিত হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ