Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুবাইয়ে বিশ্বের ৪৪টি দেশের সুবিধা বঞ্চিত শিশুদের পাশে টিম বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আরব আমিরাত সংবাদদাতা : বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের সুবিধা বঞ্চিত স্কুল পড়–য়া, শিশুদের সাহায্যার্থে প্রতি বছরের মতো এবারও ‘ওয়ার্ক ফর এডুকেশন’ নামে বিশেষ র‌্যালির আয়োজন করে দুবাই কেয়ারস। গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় দুবাইস্থ ক্রিক পার্কের এক নম্বর গেটে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রতি বছরের মতো এবারও আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি এক ঝাঁক তরুণ প্রজন্মের সামাজিক সংগঠন টিম বাংলাদেশ দেশের অপূর্ব লাল সবুজের জাতীয় পতাকা হাতে নিয়ে বিশেষ এ র‌্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা জানান, তাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত পড়–য়া শিশুদের দুবাই কেয়ারস-এর নজরে আনা এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে পজেটিভ হিসেবে উপস্থাপন করা। বিশেষ এ র‌্যালিতে দুবাই কেয়ারস এর টি-শার্ট পরিধান করে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৪ হাজার নাগরিক অংশগ্রহণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারী সকলের কাছ থেকে ৩০ দিরহাম করে নেয়া হয়। তবে অর্জিত এ অর্থ বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশের ১৬ মিলিয়ন সুবিধা বঞ্চিত স্কুল পড়–য়া শিশুদের সাহায্যার্থে ব্যয় করা হবে বলে জানান দুবাই কেয়ারস-এর কর্তৃপক্ষ।
র‌্যালিতে টিম বাংলাদেশের পক্ষে অংশগ্রহণকারীরা হলেন শেখ তৌহিদুজ্জামান, জহিরুল ইসলাম মজুমদার, আবদুল্লাহ আল শাহীন, মোহাম্মদ ইসমাইল, কায়সার হামিদ, কাজী ইসমাইল, রুবেল, জুয়েল, সাইদুল, ইয়াছিন, আমিনুল, ছোটন, রাসেল, মাহবুব ও সেলিমসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে দুবাই কেয়ারস বিগত ৯ বছর যাবত এ র‌্যালির আয়োজন করে আসছে এবং ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যাহত থাকবে উল্লেখ করে সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোয় টিম বাংলাদেশ ও প্রবাসীদের অভিনন্দন জানান কর্তৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ