পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : মেয়াদী ঋণের জন্য পূবালী ব্যাংকের কাছে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী পূবালী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখায় সাত কোটি ৫০ লাখ টাকার জন্য আবেদন করবে কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, গাজীপুরে বিদ্যমান কারখানা রিট্রোফিটিংয়ের জন্য ছয় বছর মেয়াদী ঋণ নেবে স্টাইল ক্রাফট। প্রকল্পটি অ্যাকর্ড ও অ্যালায়েন্স গ্রুপস ধারাবাহিকভাবে প্রচারের উপর ভিত্তি করে বিভিন্ন আন্তর্জাতিক সম্মতি বিষয় বাস্তবায়নের একটি প্রক্রিয়ার অধীনে। উল্লিখিত ঋণে ব্যাংকের সুদের হার ভবিষ্যতে রফতানি আয় অথবা নিজের উৎস থেকে সমান মাসিক কিস্তি ভিত্তি করে সমন্বয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।-ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।