Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ীই নির্বাচনকালীন সরকার গঠন হবে : মোহাম্মদ নাসিম

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর ‘ইচ্ছা’ অনুযায়ী গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, যিনি সরকারের প্রধানমন্ত্রী আছেন, তার অধীনেই নির্বাচন হবে। তিনি যদি ইচ্ছা করেন, মনে করেন, তাহলে অন্তবর্তী সরকার গঠন করবেন। যেটা সংবিধানে আছে। যাদের নিয়ে করার ইচ্ছা, তিনি তাই করবেন।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমে তিনি এ তথ্য জানান।
নাসিম বলেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হবে। প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করবেন। তিনি যাকে নির্বাচনকালীন সরকারে নেবেন বলে মনে করেন তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে। এটা সংবিধানে আছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এর প্রচলনও আছে।
বিএনপিকে নির্বাচনে আসার আহŸান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই নির্বাচন হবে। আপনারা দয়া করে নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয় তা মেনে নিন।
ইভিএম ভোটিং পদ্ধতি সম্পর্কে নাসিম বলেন, এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাছাড়া জনগণ এখন সচেতন তাদের ফাঁকি দেয়া যাবে না। বিশ্বের বহু দেশেই এখন ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বাচন কমিশন যদি ব্যালট পেপারের পরিবর্তে যন্ত্রে ভোট গ্রহণের কথা ভেবে থাকে তাহলে আওয়ামী লীগ এর পক্ষেই আছে।
নির্বাচন কমিশনের যন্ত্রে ভোট গ্রহণের ভাবনাকে সাধুবাদ জানিয়ে নাসিম বলেন, এখন মানুষ বেশ সচেতন। জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের এ ডিজিটাল যুগে কারো ভোট কারচুপির সুযোগ নেই। কাউকে আর এ সুযোগ দেয়াও হবে না।
কোয়ান্টাম নিরাপদ রক্ত ছাড়া কোন রক্তগ্রহণ করে না, এমন সেøাগানের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা দুষিত রক্ত সংগ্রহ ও সরবরাহ করে থাকে এবং নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দুই শতাধিক রক্তদাতার হাতে সম্মাননা ক্রেস্ট, সদনপত্র ও বিশেষ আইডি কার্ড তুলে দেন। সম্মাননাপ্রাপ্ত রক্তদাতারা প্রত্যেকে ২৫ বারের বেশি করে রক্ত দান করেছেন।
আয়োজক সংগঠনের প্রধান সমন্বয়ক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবজাতক বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের অনারারি পরিচালক ও বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. এবিএম ইউনুস, রক্তদাতাদের পক্ষে সাইমুন ইমতিয়াজ ও নিয়মিত রক্তগ্রহীতাদের পক্ষে থ্যালাসেমিয়া রোগী দশম শ্রেণির ছাত্রী শোভা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ