Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষায় মেয়েরাও এগিয়ে যাচ্ছে -গণপূর্ত মন্ত্রী

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শিক্ষাক্ষেত্রে মেয়েরাও এগিয়ে যাচ্ছে উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আমরা যখন মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে পড়তাম তখন হাতেগোনা কয়েকজন ছাত্রী ছিল। এখন দেখি ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা দ্বিগুন। তা থেকে বুঝা যায়, দেশে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সংখ্যা দিন দিন বাড়ছে। গতকাল (শুক্রবার) নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘পিপীলিকা বাংলা উৎসব-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমি এই স্কুলের সাবেক ছাত্র। চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ে প্রথম চারজনের মধ্যে একজন ছিলাম। তখন এত ছাত্রী ছিল না। বোঝা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে মেয়েদের সংখ্যা বাড়ছে। এজন্য ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। প্রধানমন্ত্রীও চান মেয়েরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাক।
এর আগে তিনি বাংলা ভাষা ও বানান বিষয়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে ‘পিপীলিকা বাংলা উৎসব-২০১৭’ এর উদ্বোধন করেন। ‘বাংলা নিয়ে নানান খেলা সারাবেলা’ সেøাগানে অনুষ্ঠিত এ উৎসবের শিরোনাম রাখা হয়েছে ‘শব্দ কল্প দ্রæম’। ৭০টিরও বেশি স্কুল-কলেজের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া প্রায় ২ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। তাদের কাছ থেকে এক ঘণ্টার একটি পরীক্ষাও নেয়া হয়। পরীক্ষায় প্রথম ৫০জনকে পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম ও সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ