Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যালেঞ্জিং, তবে আন্তরিকভাবে কাজ করব সিইসি

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : নবনিযুক্ত নির্বাচন কমিশন নিজেদের ওপর অর্পিত দায়িত্বকে ‘চ্যালেঞ্জিং’ হিসেবে দেখছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
শপথ নেয়ার পরদিন বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে নূরুল হুদা বলেন, তারা কেন কিভাবে এসব মন্তব্য করেন, সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই আমার নেই।
তিনি আরো বলেন, আমরা এখনো চেয়ারেই বসিনি। তাই বিস্তারিত কিছু বলার সময় এখনো আসেনি। তবে এতটুকুই বলব, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে নবনিযুক্ত নির্বাচন কমিশনের সদস্যদের স্বাগত জানান ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবুর রহমান।
পরে জাতীয় স্মৃতিসৌধে বেদিতে প্রধান নির্বাচন কমিশনার  কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শাহাদৎ হোসেন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং এক মিনিট নীরবতা পালন করেন।
শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শক বইতে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ