পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এক গ্রুপের হামলায় নিহত সিপিএস বিভাগের ছাত্র আবু সাদাৎ খালেদ মোশারফ হত্যা মামলাটি দেড় বছর অতিক্রম হলেও চার্জ গঠন হয়নি। গত বুধবার অভিযুক্ত দুই আসামি পলাতক এবং একজনের পরীক্ষা থাকার কারণে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক রাশেদ কবির মামলার পরবর্তী চার্জ গঠনের দিন নির্ধারণ করেন আগামী ২৯ মার্চ। পলাতক দুই অভিযুক্তের জন্য আইনজীবী নিয়োগের দাবি করেন আইনজীবী।
টাঙ্গাইলের অতিরিক্ত পিপি মো: মনিরুল ইসলাম খান জানান, ২০১৫ সালের ১৩ মে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এক গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গিয়ে আবু সাদাৎ খালেদ মোশারফকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আব্দুল মান্নান হলের বাথরুমের ভেতরে গিয়ে রাশেদুল ইসলাম বাধন ও আলী আহমেদ ফয়সাল নামে মোশারফের অপর দুই বন্ধুকে কোপায়। তাদের তিনজনকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিক্রাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে মোশারফ ও বাধনকে ঢাকায় নেয়ার পথে মোশারফ মৃত্যুবরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।