Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ লাখ টাকা মুক্তিপণ দাবি হাতিয়ায় ১৮ জেলে অপহৃত

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

হাতিয়া উপজেলা (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে মুক্তিপণের দাবিতে ১৮ জেলেকে বুধবার রাতে অপহরণ করে নিয়ে গেছে নৌদস্যুরা। বুধবার রাতে জেলেদের কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যু বাহিনীরা।
অপহৃত জেলেরা হচ্ছেন, মোঃ আলী (৩৫), মোঃ জাফর উদ্দিন (৪০), মোঃ নবীর উদ্দিন (৪৫), মোঃ জয়নাল আবদীন (৪৩), মোঃ লিটন উদ্দিন (৩৪), মোঃ জালাল আহম্মদ (৩২), মোঃ জিল্লুর রহমান (২৮), মোঃ নবীর উদ্দিন (৩৫), মোঃ মেহেরাজ উদ্দিন (৩৫), মোঃ আশ্রাফ উদ্দিন (৩২), মোঃ দুলাল উদ্দিন (২৭) মোঃ নেছারউদ্দিন (৩৮), মোঃ হেলাল উদ্দিন (৩১)। অপহৃতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে জেলেরা নিঝুমদ্বীপের দক্ষিণে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করার সময় নৌদস্যুরা তাদের অপহরণ করে। পরে নৌদস্যু বাহিনী তাদের পরিবারের কাছে মোবাইল ফোনে কল করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তারা আরো জানান, এর আগেও নৌদস্যুরা আনেককে অপহরণ করেছিল। পরে মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনা হয়। ট্রলার মালিক মোঃ শাহেদ উদ্দিন ও মোঃ জমির উদ্দিন বলেন, ১০ লক্ষ টাকা মুক্তিপনের জন্য ১৮ জেলেকে আটকে রেখেছে জলদস্যুরা।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে এলাকায় আমাদের ফোর্স পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় জেলেদের উদ্ধার করতে বিলম্ব হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ