পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ক্ষতি সাধনে সীমান্তে গেট খুলে দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বন্যহাতিদের এদেশে প্রবেশের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির (মঞ্জু) এমপি রুহুল আমিন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, ভারত থেকে সীমান্ত পেরিয়ে কুড়িগ্রাম এলাকায় বন্যহাতি এসে ক্ষয়ক্ষতি করছে। প্রতিনিয়ত সন্ধ্যায় ৭০-৮০টি হাতি ঢুকে ভুট্টাসহ অন্যান্য ফসল নষ্ট করে এবং ভেঙে তছনছ করে দেয়। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। রুহুল আমিন বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমরা সেখানে গিয়ে হাতির তা-ব দেখেছি। ওখানে কৃষকরা ভুট্টা ক্ষেতে বিষ দিয়েছিল বলে হাতি ভুট্টা খেতে না পেরে কৃষকদের ১২টি বাড়ি ভেঙে তছনছ করে দেয় এবং গ্রামে তা-ব চালায়। প্রায়ই তারা এভাবে গ্রামে তা-ব চালিয়ে ঘরবাড়ি ফসল নষ্ট করছে। কুড়িগ্রাম রৌমারি উপজেলার আলগারচর, ঠেওয়ার চর, ঝাউমারি, বড়ইবাড়ি গ্রামের জনগণ ভারতীয় হাতির তা-বে আতঙ্কে আছে। ছেলে-মেয়েরা আতঙ্কে আছে পরীক্ষা দিতে পারছে না। বৃদ্ধলোক বাড়ি ছেড়ে দূরে সরে আছে। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেয়া। তাই যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করতে হবে। আর জনগণ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থাও করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।