Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগর-রুনি হত্যা রহস্য খুব শিগগিরই উদ্ঘাটন হবে

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য খুব শিগগিরই উদঘাটন হবে। এজন্য তদন্ত সংস্থা কাজ করছে। গতকাল বৃহস্পতিবার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকা-ের পর পুলিশসহ সরকারের একাধিক সংস্থা তদন্তে নামে। তারা এখনো তদন্ত করছে। এ তদন্ত শিগগিরই শেষ হবে। তখন ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও অগ্নিনির্বাপণ ও উদ্ধারবিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছে সরকার। পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে যেন অগ্নিকা- না ঘটে। এজন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনগণকে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ