Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়াসহ অপর ৫ স্থানে নিহত ৯, আহত ১৫

সড়ক দুর্ঘটনা

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বগুড়ায় গত ২ দিনে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রাম, পাবনা ও টাঙ্গাইলে নিহত হয়েছে ৩ জন। কক্সবাজারে বাস নদীতে পড়ে যাওয়ায় ১৫ জন দাখিল পরীক্ষার্থী আহত হয়েছে।
বগুড়া অফিস জানান, বগুড়ার শেরপুর ও শাজাহানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র সহ ৬ জন নিহত হয়েছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-কলেজ ছাত্র মেহদী হাসান(১৯) ও রকিুবল হাসান রকি(১৯) এবং চাল ব্যবসায়ী রিপন (৩০)। পুলিশ স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকায় মটরসাইকেল নিয়ে দুই কলেজ ছাত্র রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্রই গুরুতর আহত হয়। এদের একজন বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের নেয়ার পর ও অন্যজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। নিহত দুই কলেজ ছাত্র ডেমাজানী কমর উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলো, ও ঢাকা শেরপুর উপজেলার মালবাহী ট্রাক ও ভটভটির সংঘর্ষে চাল ব্যবসায়ী রিপন (৩০) নিহত হয়েছেন। অপরদিকে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের কৃষ্ণপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাল ব্যবসায়ী রিপন মারা যান।
সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়াÑঢাকা মহাসড়কে বগুড়ার শাজাহানপুর উপজেলার লিচুতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে মহিলা সহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ৩ জন আহত হয়। নিহতরা হলো-শেরপুর উপজেলার সিএনজি অটোরিক্সাচালক আবুল কালাম আজাদ(৪৫), নন্দীগ্রাম উপজেলার শরিফা সুলতানা (৫০), শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকার সাইফুল ইসলাম (৩৩)।
চট্টগ্রাম ব্যুরো জানায়,
বাসার সামনেই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্র ফাহাতের (৭)। গতকাল (বৃহস্পতিবার) বেলা আড়াইটায় নগরীর বন্দর থানাধীন নিমতলা মুন্সিপাড়া এলাকার পোর্ট মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাত একই এলাকার মো. বাহারের একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, বন্দর থানাধীন নিমতলা এলাকায় ট্রাকের ধাক্কা লেগে ফাহাত নামের এক শিশুকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাতের বাবা মো. বাহার বলেন, স্কুল থেকে ফিরে আমার ছেলে দুপুরের দিকে খেলতে বের হয়েছিল। পরবর্তীতে খবর পেলাম আমার ছেলেকে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। খবর পেয়েই চমেক হাসপাতালে এসে আমার ছেলে আর বেঁচে নেই। ট্রাক আমার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে। আমি এর বিচার চাই।
পাবনা জেলা সংবাদদাতা জানান,  বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাবনা সদর থানাধীন মালঞ্চী ইউনিয়নের  ভবানীপুর গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  রনি নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  হামচিয়াপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র রনি স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায় । নিহত রনি ওই গ্রামের আলমগীর প্রামানিকের পুত্র।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান,
টাঙ্গাইলের ভূঞাপুরে গতকাল বৃহস্পতিবার সিএনজি চালিত অটোরিক্সা উল্টে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম শহিদুল ইসলাম। তিনি উপজেলার জঙ্গীপুর রুলিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী জানান, ভূঞাপুর উপজেলা সদর থেকে কর্মস্থলে যাওয়ার পথে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের ছাব্বিসা এলাকায় ওই শিক্ষককে বহনকারী সিএনজি চালিত অটোরিক্সা উল্টে যায়। এতে সিএনজি’র চালকসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত শিক্ষক শহিদুলকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
কক্সবাজার জেলা সংবাদদাতা জানান,
কক্সবাজারের চকরিয়ায় চলন্ত একটি বাস উল্টে সড়কের পাশে শাখা নদীতে পড়ে ১৫ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়েছে। আহতরা সবাই উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদারাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিচ্ছেন। তারা গতকাল বৃহস্পতিবার মাদরাসা এলাকা থেকে বাসে উঠে পরীক্ষা কেন্দ্র সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসায় যাচ্ছিলেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণেরক্ষা পেয়েছে আরো অন্তত ৩৯জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের সময় চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের উপজেলার ইলিশিয়া এরফান মিয়ার মৎস্য প্রকল্প এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ