Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বব্যাংকের অনুদান নেবে কিনা তা ভেবে দেখতে হবে -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে সন্দেহের বশবর্তী হয়ে বিশ্বব্যাংক কেন অপমান করেছে তার জবাব দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এসব প্রশ্নে জবাব বা সদুত্তোর না পেলে ভবিষ্যতে আমাদের কোন প্রকল্পে বিশ্বব্যাংকের কোন অর্থ ব্যবহার করবো কিনা তা গভীরভাবে ভেবে দেখতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারে ‘ট্যানারি শিল্প স্থানান্তর-পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সন্দেহের বশবর্তী হয়ে বিশ্বব্যাংক কেন আমাদের অপমান করলো জাতি হিসেবে আমরা তার জবাব চাই। তিনি বলেন, শেখ হাসিনা কেন অপমানিত হলো, কেন তাকে হেয় করা হলো তারও জবাব দিতে হবে। এসব প্রশ্নে জবাব বা সদুত্তোর না পেলে ভবিষ্যতে আমাদের কোন প্রকল্পে বিশ্বব্যাংকের কোন অর্থ ব্যবহার করবো কিনা তা গভীরভাবে ভেবে দেখতে হবে।
সেমিনারের প্রতিপাদ্য তুলে ধরে কাদের বলেন, মানুষের পরিবেশ মানুষই নষ্ট করছে। পরিবেশ নষ্ট করতে করতে মানুষ এমন পর্যায়ে গেছে যে, প্রকৃতি এখন তার প্রতিশোধ নিচ্ছে। এখন শীতকালে শীত নেই। শীতে মানুষ মারা যায় না। এখন মানুষ মারা যায় বজ্রপাতে। এ বছর অন্তত দুইশত মানুষ বজ্রপাতে মারা গেছে।
বাংলাদেশের দূষণের পরিমাণ তুলে ধরে করে কাদের বলেন, আমাদের অনাগত শিশুদের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য সবাইকে কাজ করে যেতে হবে। কিন্তু আমাদের বায়ু দূষণ, পানি দূষণ দূষণে দূষণে সর্বশান্ত আমরা। বাংলাদেশ এখন বিশ্বে আন লিভিবেবল রাষ্ট্রে পরিণত হয়েছে। আন লিভিবেবল শহরে পরিণত হয়েছে ঢাকা সিটি। কিন্তু বর্তমান থেকে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সাহস নিয়ে এগুতে হবে।
হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের উপর জোর দিয়ে সড়কমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য আদালত নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয় সেই নির্দেশ বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা নিচ্ছে। ঢাকা শহরকে রক্ষা করতে হলে ট্যানারি স্থানান্তর অত্যন্ত জরুরী। যতো দ্রæত ট্যানারি সরানো যাবে ঢাকাবাসীর জন্য ততো বেশী মঙ্গল হবে।
শহরে ট্যানারি শিল্পের দূষণ প্রসঙ্গে ওয়াদুল কাদের বলেন, আদালত রায় দিয়েছে। আমরা আশা জনস্বার্থে অচিরেই ট্যানারি শিল্পের স্থানান্তর হবে। মালিকরা সরকারের আদেশ মেনে তাদের জায়গা বদল করে নেবে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন এ সেমিনারে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি নাসরিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান, অধ্যাপক এমরান কবির চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ