Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুল্কমুক্ত সুবিধা অপব্যবহারের অভিযোগ বিশ্বব্যাংকের বিরুদ্ধে

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিশ্বব্যাংকের কাজে নিয়োজিত ১৬টি গাড়ি ও পাসবুক তলব করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এছাড়া এ ব্যাপারে জানতে গতকাল বুধবার বিশ্বব্যাংককে একটি নোটিশ পাঠিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের নোটিশে বলা হয়, বিশ্বব্যাংক নিজেদের প্রয়োজনে ১৬টি গাড়ি বাংলাদেশে আনলে ব্যবহারের প্রয়োজনীয়তা শেষে তা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে জমা দেয়া হয়নি। এছাড়া এই গাড়িগুলো বিশ্বব্যাংকের ১৬ জন কর্মকর্তা ব্যবহার করতেন। তারা এখন বাংলাদেশে আছে কিনা তারও কোনো তথ্য শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে জমা দেয়নি বিশ্বব্যাংক। তবে নিয়ম ছিলো কাজের মেয়াদ শেষ হলে গাড়িগুলো শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে জমা দেয়া হবে অথবা নিলামে তুলে সেই টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে। কিন্তু তার কিছুই করা হয়নি।
নোটিশের জবাব দিতে ৭ দিনের সময় দেয়া হয়েছে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়কে। তারপর গাড়িগুলো উদ্ধারে অভিযান চালাবে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গাড়িগুলো যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ব্যবহারকারীদের বিরুদ্ধে শুল্ক আইন ১৯৬৯ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ওই ষোল কর্মকর্তা হলেনÑ বিশ্বব্যাংকের অন্তর্ভুক্ত সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) এবং বিশ্বব্যাংকের কর্মকর্তা শকুন্তলা আ²ীমান, ক্যাথি নোয়েল খু, বিনয় স্বরূপ, ওউসমানি সেকল, হোসে এডগার্দো লোডেসক্যামডোজ, মিরভা তুলিয়া, মি. দাইদ, গ্রিনা ইগরসিনা, মৃদুলা সিংহ, তাহসীন সাঈদ খান, মাইয়ুনি ইসোগাইন, তানিয়া মানা ডি মিত্রাজেংকো, সেরিন ওজার, ফ্যাবিও পিটালুগা ও হেলেন জয় ক্রেইগ।
এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাজে নিয়োজিত ১৬টি গাড়ি ও পাসবুক (ব্যক্তি) তলব করা হয়েছে। কেননা তারা শুল্কমুক্ত সুবিধা নিয়ে দেশে গাড়িগুলো এনেছিলেন। এছাড়া আইন রয়েছে বাংলাদেশে কাজে আসা বিদেশি সংস্থার কর্মীরা শুল্কমুক্ত সুবিধা নিয়ে গাড়ি আনতে পারবেন। তবে কাজের মেয়াদ শেষ হলে তা বিক্রি করে প্রাপ্ত অর্থ দেশের কোষাগারে জমা দিতে হবে। কিন্তু, তারা এসেছেন কবে, কিংবা তারা কবে চলে গেছেন সেটার কোনো তথ্য দেয়নি বিশ্বব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ