Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলব দক্ষিণে আবারো ইমামের ওপর হামলা

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণে আবারো এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত ইমাম হাফেজ মোঃ লিয়াকত (৩০) উপজেলার উত্তর উপাদী ঢালী বাড়ি জামে মসজিদের খতিব। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ১৫ ফেব্রæয়ারি (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ৮টায় মসজিদ থেকে মতলব যাওয়ার পথে স্থানীয় দশপাড়া পানি টাঙ্কির কাছে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রæয়ারি এশার জামাতের সময় উত্তর উপাদী গ্রামের আবিদ ফকির বাড়িতে ওরস অনুষ্ঠানে মাইক দিয়ে গান-বাজনা চলছিল। এতে নামাজের ব্যাঘাত সৃষ্টি হওয়ায় পার্শ্ববর্তী দূরগাঁও জামে মসজিদ, ঢালী বাড়ি জামে মসজিদ, প্রধানীয় বাড়ি জামে মসজিদ ও বোয়ালীয়া জামে মসজিদের মুসল্লিরা নামাজ শেষে ফকির বাড়িতে যায়। এ নিয়ে মুসল্লি ও আবিদ ফকির বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি ও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই রাতেই বিষয়টি সমাধা হয়ে যায়।
গতকাল সকালে ঢালী বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ লিয়াকত ও একই গ্রামের মানিক ফকিরের ছেলে রাজন (১৫) সহ মতলবের উদ্দেশে হেঁটে রওনা হয়। পানির টাঙ্কির কাছে আশার পর পেছন থেকে ৮-১০ জন যুবক কাঠের টুকরা ও লাঠিসোঁটা নিয়ে ইমামের ওপর হামলা করে। একপর্যায়ে জীবন রক্ষার্থে দৌড়িয়ে পার্শ¦বর্তী বাড়িতে আশ্রয় নেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত ইমাম হাফেজ মোঃ লিয়াকত জানান, ‘হামলাকারীদের ধারণা গত শুক্রবার ফকির বাড়িতে যেতে মুসল্লিদের আমি ইন্ধন দিয়েছি। অথচ এ ব্যাপারে আমি কারো সাথে কিছুই বলিনি।’ ইমামের সাথে থাকা যুবক রাজন জানায়, ‘আমি ও হুজুর মতলব যাওয়ার সময় পথিমধ্যে পেছন থেকে ফকির বাড়ির কালু ফকিরের ছেলে বাদশা, বিল্লালের ছেলে রুবেল, শহীদ তালুকদারের ছেলে সাদ্দাম, শাহাজাহানের ছেলে শরীফ এবং ভাড়াটিয়া এমসি হৃদয়, শাকিল, সোহাগ, ইমনসহ ৮-১০ জন যুবক এ হামলা করে।
উল্লেখ্য, গত ৯ ফেব্রæয়ারি জোহরের নামাজের আজানরত অবস্থায় পার্শ¦বর্তী দশপাড়া কাশেম পাগলাবাড়ির জামে মসজিদের বৃদ্ধ ইমাম ফজলুল হক মাদকসেবী বিপ্লবের হাতে খুন হয়। এ ঘটনার রেশ না কাটতেই আরেকটি ঘটনার সূত্রপাত হওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পরেছে। এ ঘটনার সাথে জড়িত মাদকসেবীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ