Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রবি’র ‘ভাবনাহীন উইক্যান্ড’

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কর্মব্যস্ত সপ্তাহ শেষে সাপ্তাহিক ছুটির দিনগুলোর সাথে সামঞ্জস্য রেখেই ‘ভাবনাহীন উইক্যান্ড’ নামে এক ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি। ক্যাম্পেইনের আওতায় রবি’র প্রি-পেইড গ্রাহকরা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্র ও শনিবার) বিশেষ কল রেট (প্রতি সেকেন্ডে এক পয়সা) উপভোগ করতে পারবেন। এর সাথে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও সারচার্জ যোগ হবে। যে কোন অপারেটরে কল করার ক্ষেত্রে রেটটি প্রযোজ্য। অফারটি গ্রহণ করতে *১২৩*০৬০# কোডটিতে ডায়াল করতে হবে গ্রাহকদের।     
আবার আসছে ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’
প্রেস বিজ্ঞপ্তি ঃ ছোট্ট সোনামণিদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’। ৩ মার্চ শুক্রবার, রাজধানী’র মিরপুরের ইনডোর স্টেডিয়ামে বেবি অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ডায়াপার ব্র্যান্ড ‘সুপারমম’-এর আয়োজনে ৫ বছর বয়সী পর্যন্ত সোনামণি’রা অনুষ্ঠানটিতে অংশ নিতে পারবে। সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭-এ থাকছে ৫টি প্রতিযোগিতাÑ ক্রলিং, ওয়াকার রেসিং, রানিং, ট্রাই-সাইক্লিং এবং ফুটবল। বয়সের ভিত্তিতে সোনামণি’রা অলিম্পিয়াডের বিভিন্ন প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারবে। বিজয়ী প্রতিযোগীদের জন্য থাকছে সোনার মেডেল। এবারো থাকছে বাচ্চাদের পছন্দের সব কার্টুন ক্যারেক্টার ও সুপার হিরো। এগুলোর সাথে খেলা করা যাবে, তোলা যাবে ছবি, সেলফি। ‘সুপারমম বেবি অলিম্পিয়াড ২০১৭’-এ অংশগ্রহণের জন্য এখনই সোনামনির যেকোনো অ্যাক্টিভিটির ছবি আপলোড করুন িি.িংঁঢ়বৎসড়সনফ.পড়স পেইজে। তাই এখনই আপনার সোনামণি’র যেকোনো অ্যাক্টিভিটি’র ছবি রেডি করুন। আর রেজিস্ট্রেশনের সময় ও প্রক্রিয়া জানতে চোখ রাখুন সুপারমম ওয়েবসাইটে অথবা সুপারমম ফেইসবুক পেইজে- যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/ংঁঢ়বৎসড়সনফ/।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ